Iman Nilanjan marriage : প্রথাগত নিয়ম মেনে, বিয়ে সেরে নিলেন ইমন এবং নীলাঞ্জনা

তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, এই গানের মাধ্যমেই আমরা বেশি করে ছেড়েছিলাম গায়িকা ইমন চক্রবর্তী কে। তার অনবদ্য গলা, সহজে মন কেড়ে নিয়েছিল সকলের।বর্তমান প্রজন্মের কাছে ইমন চক্রবর্তী খুবই পরিচিত একটি নাম। তবে যতই গানের তাহলে তাহলে তাকে গাইতে শোনা যাক না কেন, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, এবার নিজের ঘর বাধার সময় এসে গেলো তার। (Iman Nilanjan Marriage : Iman Chakraborty and Nilanjan Ghosh get married to each other)

বেশ কিছু মাস ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে ইমন চক্রবর্তী এবং সুরকার নিলাঞ্জন ঘোষ এর বিয়ের কথা শোনা যাচ্ছিল। কিভাবে নববধূর সাজে সকলের সামনে আসবেন’ ইমন চক্রবর্তী, সেটা নিয়ে শুরু হয়েছিল জল্পনা-কল্পনা। কোথায় কিভাবে রাজকীয় ভাবে তার বিয়ে হবে, তা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। (Iman CHakraborty song -Tumi onno karo sange bedho ghor)

গতবছর দুর্গাপুজোর তৃতীয়া তিথিতে পরিবারের সকলের উপস্থিতিতে বাগদান পর্ব সেরে নিয়েছিলেন গায়িকা।এরপর সমস্ত নিয়ম-নীতি মেনে মঙ্গলবার নিজের মনের মানুষের পাশে বিয়ের পিঁড়িতে বসে দেখা গেল এই গায়িকা কে।

চলতি বছরের মহামারীর জন্য সেইরকম কোন আরম্ভ করা হয়নি ইমন চক্রবর্তীর বিয়েতে। নিমন্ত্রিতদের লিস্ট ছিল একদম বাঁধাধরা। বিয়ের আসর বসেছিল হাওড়ার বালি বাগিচা রাজ বাড়িতে। (Iman Nilanjan marriage location – Bally Bagicha Raj Bari, Howrah)

গত রবিবার রেজিস্ট্রি করে রেখেছিলেন তারা। আইনি মতে স্বামী স্ত্রী হয়ে গিয়েছিলেন তারা গত রবিবার ই। আইনিভাবে বিবাহিত হয়ে যাবার পর ফেসবুক একাউন্টের প্রোফাইল পিকচারে পাল্টে দিতে দেখা যায় ইমন কে। ক্যাপশনে লিখেছেন মিসেস নীলাঞ্জনা ঘোষ। (Iman Chakraborty husband swami bor – Nilanjan Ghosh. Nilanjan Ghosh wife bou – Iman Chakraborty)

এরপর মঙ্গলবার বসে ছিল তার বিয়ের আসর। সমস্ত রীতিনীতি মেনে বিয়ের আসরে বসে দেখা গেল তাকে। ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের ডিজাইন করা লাল বেনারসি পড়ে তাকে দেখতে লাগছিল অসামান্যা। সারা শরীরে শুধু ছিল সোনার অলংকার। তবে নীলাঞ্জন কেও দেখতে লাগছিল অসাধারণ। ঘিয়ে রঙের পাঞ্জাবিতে এক্কেবারে বরবেশে বসেছিলেন ইমনের পাশে।

নিজের বিয়ের লাইফ করতে দেখা গেল ইমনকেই। যদিও তার ফোন থেকে লাইভ অন্য কেউ করেছিল তা বলাই বাহুল্য।চারদিকে উলুধ্বনির মাঝে একে অপরকে গলায় মালা পরিয়ে দিতে দেখা গেল নীলাঞ্জন এবং ইমন কে। ভালোবাসার মানুষের হাতে সিঁদুর পরা যে কতখানি ভাগ্যের ব্যাপার, সেটা ইমনের মুখ দেখলেই বোঝা গেল।

সোশ্যাল মিডিয়ায় ছবি এবং ভিডিও পোস্ট করার সাথে সাথে গায়িকার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে যায়। সকলেই একের পর এক শুভেচ্ছা বার্তা পাঠাতে থাকে। আগামী জীবন সুখের এবং শান্তির হোক, এমন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সকলে।