কলকাতারাজ্যসর্বশেষ

দুর্গা পুজোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পুলিশদের প্রতি নির্দেশ

আগামীকাল শুভ মহালয়া। অর্থাৎ মা দুর্গার আগমনের সুর বেজে উঠেছে পৃথিবীর আকাশে বাতাসে। তবে এবারকার পরিস্থিতি টা অন্য প্রত্যেকবারের থেকে সম্পূর্ণ। কারণ করণা মহামারীর ফলে প্রত্যেকে ভীত সন্ত্রস্ত। আর স্বাভাবিকভাবেই সরকারের তরফ থেকে করোনা রোগ কে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আর এই মুহূর্তে পুলিশ কর্মীদের জন্য নবান্ন থেকে বিশেষ নির্দেশ দেওয়া হলো।

আর এই নির্দেশ পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের ডিজি দিয়েছেন। জানা গিয়েছে, প্রতিটি থানার ওসি বা আইসিরা তাদের নিজের এলাকাতে যে পুজো হচ্ছে সেই কমিটিসমূহের সাথে বিশেষভাবে আলোচনায় বসবেন। আর নিম্নলিখিত বিষয়গুলি তারা কমিটির থেকে জ্ঞাত হবেন (Important instructions from Nabanna for police officers during durga puja)। বিষয় গুলি হলো:

১. পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে পুলিশ কর্তাদের কাছে জানাবেন পুজো কমিটির সদস্যগণ।
২. পুজো মণ্ডপে ঢুকতে গেলে স্যানিটাইজার এর ব্যবস্থা থাকবে কি থাকবে না?
৩. কোন পদ্ধতি অবলম্বন করে সোশ্যাল ডিসটেন্স সামাজিক দূরত্ব বজায় রাখা হবে মণ্ডপে?

৪. স্বাস্থ্যবিধি কিভাবে মেনে চলা হবে? আর সচেতনতা কিভাবে প্রচার করা হবে?
৫. অঞ্জলি কি ব্যবস্থা গ্রহণ করা হবে?

উপরের এই সমস্ত তথ্য সমূহ থানার ওসি এবং আইসিরা সংগ্রহ করবে। তারপর তারা তাদের উচ্চ পদস্থ অফিসার অর্থাৎ এসপি এবং সিপিকে পাঠিয়ে দেবে।

স্বাভাবিকভাবেই করোনা পরিস্থিতির জন্য চিন্তাগ্রস্থ সরকারসহ দেশের প্রতিটা মানুষ। অপরদিকে প্রতিবছর দুর্গাপূজোতে প্রচণ্ড ভিড় হয়। আর এবার ওই ভির যাতে নিয়ন্ত্রণ করা যায় সেটা নিয়ে প্রচন্ড পরামর্শ করছে পুলিশ কর্তাগণ। আর স্বাভাবিকভাবেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব কিভাবে অনুসরণ করা হচ্ছে তা ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য নবান্নের তরফ থেকে নির্দেশ পাঠানো হয়েছে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।