খবরবিনোদনসর্বশেষ

দীপাবলির আলোতে করোনা মুক্তির প্রার্থনায় অসাধারণ গাইলেন অভিনেত্রী সায়নী ঘোষ

মূলত এই পুরো গানটি জুড়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। অপরদিকে এই গানটি কেউ শুনলে বুঝতে পারবেন নারীশক্তির মহিমা কতটা। তারা যে রকম ভাবে হেঁসেল সামলাতে পারে, ঠিক সে রকম ভাবেই শত্রুর বুকে অস্ত্র হানতে পারে। অপরদিকে তারা পুলিশ হয়ে দেশের রক্ষার কাজে নিজেকে নিয়োজিত করতে পারে। আর তিনি মূলত এই করোনা মহামারী থেকে মুক্তির প্রার্থনা করলেন এই গান গেয়ে। (Tollywood Xossip : In the light of Dipabali Diwali actress singer Saayoni Ghosh sings a song for getting relief from corona)

এই অসাধারণ গানটিতে সুর দিয়েছেন স্যভি, গানটি লিখেছেন স্মরণজিৎ চক্রবর্তী এবং গেয়েছেন আমাদের প্রত্যেকের প্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ। আর তিনি এই গানটি মূলত এবিপি আনন্দ সংবাদ মাধ্যমে গেয়েছেন। চলুন আর দেরি না করে শুনেই সেই গানটি। (Corona Mukti and Nari Shakti song by actress cum singer Saayoni Ghosh. The song is composed by Savvy and written by Smaranjit Chakraborty)

Alor Utsav, Susrushar Prarthona Song lyrics by Saayoni Ghosh, Savvy, Smaranjit Chakraborty

লিরিকস
Verse- 1 : শহর থেকে শহরতলী
চওড়া রাস্তা ছোট্ট গলি।…(২)
সামলে দেবার মন্ত্র তোমার জানা।
কখনো প্রেম, কখনো মায়া।
দীপাবলীর আলো ছায়া
জানি তোমার সব কিছুতেই মানায়।
রান্নাঘরে অফিস পাড়ায়
পুলিশ হয়ে পাল্টা দাঁড়ায়।
যুদ্ধে তুমি রাক্ষস কে মারো।
আবার তুমি সারাও ক্ষত
সামলে রাখো মায়ের মত
কেমন করে এমন তুমি পারো ?

Chorous : বন্ধু এবং শত্রু শিবির
শুশ্রূষা পাক এই পৃথিবী
মাগো সাজাও তুমি সবার মনোভূমি
আলোয় আলোয় স্পর্শ করে
সূর্য লিখে নতুন ভোরে
এই পৃথিবীর সারিয়ে তোলো তুমি

Verse– 2 : তুবড়ি বাজি শান্ত থাকুক
হাতের উপর দুহাত রাখুক
সবাই দাঁড়াও আজকে সবার পাশে
নানান রূপে তোমার আসা
গান ধরেছে ভালোবাসায়
সবটা তুমি পারলে অনায়াসে।

ঢাকের আওয়াজ বাদ্যি তোমার
অফিস এবং ঘর পরিবার
দুই হাত দিয়ে সামলে রাখো বাড়ি
প্রেম পূজায় জললো প্রদীপ
ওই ত্রিনয়ন বোঝাল টিপ
জিন্স ও শাড়ীর চিরকালীন নারী।

Chorous : বন্ধু এবং শত্রু শিবির
শুশ্রূষা পাক এই পৃথিবী
মাগো সাজাও তুমি সবার মনোভূমি
আলোয় আলোয় স্পর্শ করে
সূর্য লিখে নতুন ভোরে
এই পৃথিবীর সারিয়ে তোলো তুমি

Verse– 3: মাস চলেছে আরেক মাসে
ত্রস্ত সবাই এই ভাইরাসে।
হাসপাতালে তবুও তুমি লড়াই
রাস্তাঘাটে সাফাই করো
দুহাত দিয়ে জীবন গড়ো
সামলে রাখো মন খারাপের চড়াই।

প্রেমের পাশে বন্ধু রাখ
মার মত তুমিও থাকো
স্কুল কলেজে পড়াও সম্মোহনী।
গানের সুরে প্রভাত আনো
অসুর বুকে অস্ত্র হানো
তুমি সবার পূজার সনাতনী

Chorus : বন্ধু এবং শত্রু শিবির
শুশ্রূষা পাক এই পৃথিবী
মাগো সাজাও তুমি সবার মনোভূমি
আলোয় আলোয় স্পর্শ করে
সূর্য লিখে নতুন ভোরে
এই পৃথিবীর সারিয়ে তোলো তুমি।

প্রসঙ্গত, এই মুহূর্তে অভিরুপ ঘোষ পরিচালিত রহস্য-রোমাঞ্চ সিরিজের তৃতীয় পর্বে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সায়নী ঘোষ। এর আগের দুটি পর্ব দর্শকদের কাছে ভীষণ ভাবে প্রশংসিত হয়েছে। আর সায়নী ঘোষ মূলত এই সিরিজে একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। দর্শকেরা তার অভিনয় কে বাহবা দিয়েছে। (Saayoni Ghosh on ‘Rohoshyo Romancho Series’ part 3 directed by Abhirup Ghosh)

Actress Singer Saayoni Ghosh sings a song
গিটার হাতে এবং স্টাইলিশ অভিনেত্রী সায়নী ঘোষ (ফটো ক্রেডিটঃ ফেসবুক)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।