খবরদেশবাংলাদেশসর্বশেষ

ভারত এবং বাংলাদেশ সাতটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে সই করল

মোট সাতটি খাতে ভারত এবং বাংলাদেশ এমওইউ মেমোরি অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারকে সই করল। আর এই খাত গুলির মধ্যে ব্যবসা বাণিজ্য, জ্বালানি, এগ্রিকালচার বা কৃষি উল্লেখযোগ্য। আজ অর্থাৎ বৃহস্পতিবারে বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা তে এই বাণিজ্যিক চুক্তি সই করা হয়েছে। (India and Bangladesh sign 7 MoU -Memory of Understanding business deal together)

প্রথমে নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনা ভার্চুয়ালি মিটিং করেন। তারা দীর্ঘক্ষন ধরে আলোচনার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হন। আর এরপর ভারত এবং বাংলাদেশের মধ্যে সাতটি বাণিজ্য চুক্তি সই করা হয়।

এই সাতটি বাণিজ্য চুক্তির মধ্যে রয়েছে : জ্বালানি বা হাইড্রোকার্বনের দুই দেশের সহযোগিতা, কৃষি ক্ষেত্রে সহযোগিতা, নতুন দিল্লি জাদুঘর এবং বঙ্গবন্ধু জাদুঘর এর মধ্যে একটা সহযোগিতার আশ্বাস, অরণ্য পশু হাতির সুরক্ষা তে অভয়ারণ্য সুনিশ্চিত করে দেওয়া, হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প শুরু করা। অপর দুটি চুক্তির মধ্যে রয়েছে ভারত-বাংলাদেশ প্রধান নির্বাহি অফিসার ফোরামের ট্রাম্প অফ রেফারেন্স এবং বরিশালে সুয়ারেজ প্রকল্পের বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা উন্নয়নে সরঞ্জাম ক্রয়ের ত্রিপক্ষীয় বাণিজ্যিক চুক্তি।

এই চুক্তিতে বাংলাদেশের পক্ষ হতে সই করেন সংশ্লিষ্ট 7 মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান সচিব বা শীর্ষ অথরিটি। অপরদিকে ইন্ডিয়ার পক্ষ থেকে চুক্তিতে সই করেন ঢাকায় থাকা ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

এই অনুষ্ঠানে বাংলাদেশের হেভিওয়েট সচিবেরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আবার নতুন করে ভারত এবং বাংলাদেশের মধ্যে টপ মিটিং হবে আজ। তবে করোনা মহামারীর কারণে দুই দেশের প্রধানমন্ত্রী সামনাসামনি দেখা করতে পারছেন না। তারা অনলাইনের মাধ্যমে অর্থাৎ ভার্চুয়ালি নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনা শীর্ষ বৈঠক সম্পন্ন করবেন।

এই চুক্তি এবং বৈঠককে ঢাকা এবং দিল্লির কূটনীতিকেরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তাদের মতে এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে সহযোগিতার হাত বৃদ্ধি পাবে। অপরপক্ষে, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, অপরদিকে ভারত-বাংলাদেশ সীমান্তে অহেতুক হত্যা বন্ধ হয়ে যাবে, জলের সুষম বন্টন ঘটবে বলে মনে করছেন তারা। তাছাড়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হল দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও সুন্দর এবং সুস্থ হয়ে উঠবে।

India and Bangladesh sign 7 Mou business deal together
ভারত এবং বাংলাদেশ সাতটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে সই করল (Facebook Photo)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।