টেকনোলজিদেশসর্বশেষ

এবার রাফালের থেকেও আসতে চলেছে উন্নত যুদ্ধবিমান, প্রস্তুতির পথে ভারত

ভারতের সুরক্ষার দিকে সর্বদাই কেন্দ্রের নজরদারি রয়েছে। ভারতের শিরদাঁড়া আরো শক্ত করতে যুদ্ধকালীন প্রযুক্তিগত দিকে আরো উন্নত করার চেষ্টা করছে ভারত। শক্তিশালী এবং উন্নত প্রযুক্তি যুক্ত যুদ্ধবিমানের দিকে বলতে গেলে ভারত এখনও পর্যন্ত অনেকটাই পিছিয়ে আছে অন্যান্য দেশের থেকে। তবে কেন্দ্রের সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে অন্যান্য উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে ভারতে এবার একই সুতোয় নিজের নাম বাঁধবে (India is going to launch more advanced fighter plane than Rafale)।

অবশেষে ভারত বানাতে চলেছে রাফাল এর থেকেও আরো শক্তিশালী এবং উন্নত প্রযুক্তি যুক্ত যুদ্ধবিমান। বিগত তিন বছর ধরে পড়ে আছে এই কাজ। অবশেষে কেন্দ্র সিদ্ধান্ত নিল পুনরায় এই উন্নত যুদ্ধবিমান তৈরীর কাজ শুরু করার। যে রাফাল বিমানগুলি ভারত ফ্রান্স থেকে আনিয়েছিল সে গুলি ৪.৫ জেনারেশনের বলে জানা গেছে। কিন্তু ভারত এবার তৈরি করতে চলেছে ফিফথ জেনারেশন এর যুদ্ধ বিমান (India is planning to prepare 5th generation fighter plane)।

rafale fighter plane India
রাফাল যুদ্ধবিমান (ফটো ক্রেডিটঃ ট্যুইটার)

এই ক্ষেত্রে রাশিয়া ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট এগিয়ে। তারা ইতিমধ্যেই এই প্রযুক্তির যুদ্ধ বিমান তৈরি করে ফেলেছে। তবে কেন্দ্রের নেওয়া উদ্যোক্তা কে জানা যাচ্ছে ২০২৯ সালের মধ্যে ভারত সম্পন্ন হবে সেই পর্যায়ে পৌঁছে যাবে।

ভারত যদিও স্থির করেছিল যে এই ফিফথ জেনারেশন এর যুদ্ধ বিমান তৈরি করার জন্য সাহায্য নেবেন রাশিয়া থেকে। ২০১৬ সালে ভারত ও ফ্রান্সের মধ্যে যে চুক্তিটি হয়েছিল অর্থাৎ ৩৬ টি রাফাল কেনার চুক্তি সেই চুক্তির পরই ভারত সিদ্ধান্ত নিয়েছিল ফ্রান্সের সহযোগিতায় ভারত নিজে তৈরি করবে এই ফিফথ জেনারেশন এর যুদ্ধ বিমান।

প্রথমে ভারত স্থির করেছিল ফ্রান্স থেকে আনা যুদ্ধবিমান গুলির মধ্যে একাধিক পরিবর্তনের মাধ্যমে আরো প্রযুক্তির উন্নতি ঘটিয়ে এই যুদ্ধবিমান গুলি তৈরি করবে। অবশেষে ২০১৭ সালে ভারত সিদ্ধান্ত নেয় এই উন্নত যুদ্ধবিমান গুলি সম্পূর্ণরূপে ভারতেই তৈরি হবে।

জানা গেছে ইতিমধ্যেই যুদ্ধবিমান গুলির ডিজাইনও সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরোনটিক্যাল ডেভলপমেন্ট এজেন্সি ও এয়ারক্রাফট রিসার্চ অ্যান্ড ডিজাইন সেন্টার যৌথ উদ্যোগে এই যুদ্ধবিমান গুলির ডিজাইন তৈরি করেছেন। যুদ্ধবিমান গুলি তৈরি করার দায়ভার দেওয়া হয়েছে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড কে। তাদের ধারায় সম্পূর্ণভাবে তৈরি হয়ে উঠবে ফিফথ জেনারেশন এর ভারতের নিজস্ব এই যুদ্ধবিমান টি (Aeronautical Development Agency and Aircraft Research and Design Centre combinedly prepare the the design of Indian own fifth generation fighter plane)।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।