খবরদেশরাজ্যসর্বশেষ

বাড়ি আর ফেরা হলো না ভারতীয় সেনা সুবোধ ঘোষের

আমরা বাড়িতে বসে কখনও ধারণা করতে পারি না যে আমাদের থেকে বহুদূরে বিপদসংকুল পরিবেশে যারা প্রতিনিয়ত আমাদের রক্ষা করে চলেছেন, তাদের এবং তাদের পরিবারের মনের অবস্থা সব সময় কতটা শোচনীয় থাকে। এমন অনেক সময় হয় যে একবারও ফোন না ধরলে আমাদের মনের মধ্যে খারাপ চিন্তা বাসা বাঁধে। কিন্তু যে সেনারা দিনের পর দিন, মাসের-পর-মাস কোন যোগাযোগ ছাড়া সীমান্তে দাড়িয়ে আমাদের রক্ষা করে চলেছেন, তাদের কথা একবার ভাবলে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। সবথেকে অসহায় লাগে যখন তাদের মধ্যে কারোর কারোর আর বাড়ি ফেরা হয় না। সশরীরে বাড়ি না ফিরে তাদের বাড়িতে নিয়ে আসা হয় কফিনবন্দি করে। (Indian Army man Subodh Ghosh becomes Sahid early due to Pak gunfire)

ঠিক এমনই একটি দুঃসংবাদ বয়ে নিয়ে এলো নদীয়ার তেহট্টে। সেখানকার রঘুনাথপুর গ্রামের জওয়ান সুবোধ ঘোষ কাশ্মীরে পাকিস্তানের জঙ্গিদের হাতে মারা গিয়েছেন। গত জুলাই মাসে তিনি শেষ বাড়িতে এসেছিলেন। তখন মাকে কথা দিয়েছিলেন যে তার একমাত্র মেয়ের অন্নপ্রাশন এ তিনি আবার বাড়ি আসবেন। হ্যাঁ বাড়ি অবশ্যই এলেন। তবে সশরীরে নয়। নিয়ে আসা হবে তার কফিনবন্দি দেহ।

শনিবার রঘুনাথপুর এর সমস্ত কালীপুজো বন্ধ করে দেওয়া হয় শহীদ জওয়ান কে সম্মান জানানোর জন্য। দীপাবলিতে অন্ধকারে ডুবে গেল সুবোধ ঘোষের বাড়ির আলো। কেউ ভাবতেই পারছেনা যে, তাদের বাড়ির একমাত্র ছেলেকে আর তারা কখনো দেখতে পাবেন না।

সবে মাত্র চার বছর হয়েছিল সেনাবাহিনীতে যোগ দিয়েছিল সুবোধ। এবছর দীপাবলিতে বাড়িতে এসে মেয়ের অন্নপ্রাশন ছাড়াও তার ইচ্ছে ছিল বাড়ি ঘর সারাই করার। কিন্তু সেই সমস্ত আশা অপূর্ন রেখে চলে গেলেন সুবোধ।

শনিবার সুবোধ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সেখানকার বিধায়ক গৌরী শঙ্কর দত্ত। তিনি পরিবারকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি আরো জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম প্রত্যেক মৃত সেনার সম্পূর্ণ পরিবারের দায়িত্ব নিয়েছেন এর আগেও। এ বারও তার অন্য তা হবেনা।

Indian Army man Subodh Ghosh passed away early
বাড়ি আর ফেরা হলো না ভারতীয় সেনা সুবোধ ঘোষের (Credit : Internet)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।