খবরদেশসর্বশেষ

আবার ভারতীয় বিএসএফের নিশানা তে ধ্বংস পাক শাসিত অনুপ্রবেশকারীদের

পাক শাসিত অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ দিনে দিনেই সমানে বেড়ে চলেছে কিন্তু প্রত্যেক বারের মত সেই অনুপ্রবেশকারীদের সামনে দাঁড়িয়েছে ভারতীয় বিএসএফ জওয়ানরা। গত সপ্তাহে দিকেই জম্মু-কাশ্মীরের থেকে কিছু পাক অনুপ্রবেশকারী ভারতীয় সীমান্তে প্রবেশ করার চেষ্টা করে থাকলে তাদের সমস্ত চেষ্টাই ব্যর্থ করে দেয় ভারতীয় বিএসএফের জওয়ানরা। আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ভারতীয় সীমান্তে। (News Nation : Indian BSF destroys Pak invaders in Jammu Kashmir)

সোমবার নাগাদ সন্ধ্যার দিকে আবার এক পাকিস্তানের অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করে এবং সেই সময়ে বি এস এফ এর গুলিতে নিহত হয়ে যায় সেই পাকিস্তান অনুপ্রবেশকারী। তবে এখনো পর্যন্ত সন্দেহ আছে যে সেই নিহত অনুপ্রবেশকারী আদৌ কোন জঙ্গি কিনা।

বিএসএফের তরফ থেকে জানা গিয়েছে যে ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যার সময়, তখন সময় হয়েছিল ছটা হঠাৎই দেখা যায় সাম্বার চক ফকির সীমান্ত ফাড়ির দিকে একজন সন্দেহভাজন ব্যক্তি পার হওয়ার চেষ্টা করছে এবং সে পাকিস্তানের থেকে প্রবেশ করার চেষ্টা করছিল।

সেই সময়ই সেই ব্যক্তিকে বিএসএফের তরফ থেকে যখন সাবধান করা হয় তখন সেই সেই সাবধান শোনেনি, যার ফলে বিএসএফের তরফ থেকে ছোঁড়া হয় গুলিবর্ষণ। বিএসএফের থেকে খবর সূত্রে জানা যায় যে, ওই ব্যক্তির কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল, তখনই বিএসএফের তরফ থেকে গুলি চালানো হয় ওই পাকিস্তানের অনুপ্রবেশকারীর উপর।

তল্লাশি করে খোঁজ পাওয়া যায় প্রায় ১৫০ মিটার বড় একটি সুড়ঙ্গের। এই সুড়ঙ্গের ঘটনাটি প্রথম নয় এর আগেও এই ধরনের সুড়ঙ্গের খোঁজ পাওয়া গিয়েছিল। এই ধরনের সুড়ঙ্গ দিয়েই জম্মুতে প্রবেশ করে পাক অনুপ্রবেশকারীরা।

তদন্ত করে জানা যায় যে এই পাক অনুপ্রবেশকারীরা জম্মুতে পৌঁছে সেখানে থেকেই ভারতে ঢোকার চেষ্টা চালাতো এবং ২৬/১১ তারিখে একটি নাশকতার ছক করা হয়েছিল বলে জানা যায়, যে সমস্ত পাক অনুপ্রবেশকারীরা নিহত হয় তাদের ফোন এবং জিপিআরএস এইসব খবর পাওয়া যায় এইসব ঘটনার পরেও ভারত পাকিস্তানকে সাবধান করলেও কোন কাজ হয়না।

Indian BSF destroys Pak invaders
আবার ভারতীয় বিএসএফের নিশানা তে ধ্বংস পাক শাসিত অনুপ্রবেশকারীদের (Credit : Youtube)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।