দেশবিদেশসর্বশেষ

৭৪ তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনে সাক্ষী হতে চলেছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার

গত ২৯ জুলাই মোহনবাগান দিবস এবং ৫ আগস্ট অযোধ্যা রাম মন্দিরের শিলান্যাসের পর ১৫ আগস্ট ভারতীয় স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হতে চলেছে নিউইয়র্কের টাইমস স্কোয়ার (Indian Flag will be hoisted on Times Square on 15th August)। ১৫ আগস্ট টাইমস স্কোয়ারে উত্তোলিত হবে ভারতীয় তেরঙ্গা পতাকা। এই প্রথমবার উত্তোলন করা হবে ভারতীয় পতাকা। ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে সেজে উঠবে আমেরিকা নিউইয়র্কের এই প্রসিদ্ধ স্থান টাইম স্কোয়ার।

দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠান হতে চলেছে। স্বাধীনতার পরে এই উদ্যোগ ভারতের ইতিহাসে প্রথম। প্রতিবছর ফেডারেশন অফ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে প্যারেড করা হয়। কিন্তু এবছর করোনা আবহে তা সম্ভব নয়। তাই সংস্থার তরফে এই ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি প্রদেশ নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেক্টিকাটের ভারতীয় বংশোদ্ভূত উদ্যোগেই এই ঐতিহাসিক পদক্ষেপের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন ভারতীয় কনসুল জেনারেল। পতাকা উত্তোলনের পাশাপাশি গেরুয়া, সাদা, সবুজ আলোকমালায় সেজে উঠবে আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিং। স্বাধীনতা দিবসের পূর্বে ১৪ আগস্ট আলোর সাজবে এম্পায়ার স্টেট বিল্ডিং।

২৯ জুলাই মোহনবাগান দিবস পালন এবং ৫ আগস্ট রাম মন্দিরের শিলান্যাসের মুহূর্ত ধরা পড়েছিল টাইম স্কোয়ারের বিলবোর্ডে। এরপর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের এই পদক্ষেপ নিয়ে উচ্ছ্বসিত ভারতীয়রা।