আবার ঘটলো নৌবাহিনীর যুদ্ধ বিমান ভেঙে আরব সাগরের ওপরেই পড়ে নিখোঁজ পাইলট
আবার ঘটলো নৌবাহিনীর যুদ্ধ বিমানের ভেঙে পড়ার ঘটনা। আরব সাগরের ওপরেই ভেঙে পড়ে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে পাইলট। (Indian Navy fighter plane crashed on sea during training)
নৌবাহিনী যুদ্ধবিমানের চলছিল প্রশিক্ষণ।হঠাৎ এক দুর্ঘটনা ঘটলো যাতে নিহত হয়ে গেল সেই নৌবাহিনী বিমানের পাইলট। কিন্তু পাইলটের সঙ্গে ছিল তার এক সঙ্গী। বিমান ভেঙে যাওয়ার কারণে সেই সঙ্গীর কোন খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রশিক্ষণ চলছিল ভারতীয় নৌসেনার।
মিগ-২৯ যুদ্ধবিমান টির প্রশিক্ষণ চলছিল বৃহস্পতিবার নাগাদ। ঠিক যখন বিকেল পাঁচটা তখন যুদ্ধবিমান টি পৌঁছেছিল আরব সাগরের উপরের দিক। হঠাৎই ভেঙে পড়ে এই যুদ্ধবিমান টি সমুদ্রের উপর।
ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় পাইলটের। বিমানটি যেহেতু সমুদ্রের মধ্যে ভেঙে পড়েছিল সেইজন্যে পাইলট এর সঙ্গে যে সঙ্গী ছিল আর একজন তাকে খোঁজ চালানো হলে কোনরকম খোঁজ তার এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি।
খবর সূত্রে জানা গেছে যে, সেই পাইলটের সঙ্গীকে খুঁজে বের করার জন্য শুরু করেছে তল্লাশি। এএনআই এর তরফ থেকে এইরকম খবরই এখনো পর্যন্ত পাওয়া গেছে।
প্রশিক্ষণ চলাকালীন এই রকম দুর্ঘটনা ঘটার ফলে নৌ-বাহিনী এই দুর্ঘটনা কেমন করে ঘটলো এবং সেই নিখোঁজ হয়ে যাওয়া পাইলটের সঙ্গীকে খুঁজে বের করার জন্য তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
