খেলাদেশসর্বশেষ

Saikhom Mirabai Chanu Records: তিনটি রেকর্ড গড়ে সকলের মুখ উজ্জ্বল করলেন ভারোত্তোলক মীরাবাঈ চানু

একইসঙ্গে তিনি সাফল্য পাওয়া মুখের কথা নয়। কিন্তু ব্রোঞ্জ পদক, বিশ্ব রেকর্ড, অলিম্পিকের মত যোগ্যতা একসঙ্গে অর্জন করলেন মীরাবাঈ চানু। সম্প্রতি এশীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় এই টিম টি রেকর্ড তিনি একসাথে গড়লেন। (NewsNation: Indian weightlifter Saikhom Mirabai Chanu makes India proud and get a ticket to participate in Olympics)

ভারতের এই ভারোত্তোলক ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৯ কেজি তুলে বিশ্বরেকর্ড করলেন চানু। এর আগে এই বিভাগের বিশ্বরেকর্ড ছিল চিনের জিয়াং হুইহোয়ারের। তিনি ১১৮ কেজি ওজন তুলেছিলেন।

এক বছরেরও বেশি সময় পরে আবার কোনও প্রতিযোগিতায় নেমেছিলেন ভারতীয় ভারত্তোলক চানু। মোট ২০৫ কেজি (১১৯ + ৮৬) তুলে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করে ব্রোঞ্জ জিতলেন। এর আগে তাঁর সেরা পারফরম্যান্স ছিল ২০৩ কেজি। গত বছর ফেব্রুয়ারিতে কলকাতায় জাতীয় চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড করেছিলেন তিনি।

ভারতীয় দলের কোচ বিজয় শর্মা জানিয়েছেন যে, এটি সত্যিই একটি গর্বের মুহূর্ত। এর আগে কোন ভারতীয় এইভাবে বিশ্ব রেকর্ড করতে পারেনি। সত্যিই এটি আমাদের জন্য ভীষণ আনন্দের বিষয়।

indian weightlifter saikhom mirabai chanu makes india proud and get a ticket to participate in olympics
Saikhom Mirabai Chanu Records: তিনটি রেকর্ড গড়ে সকলের মুখ উজ্জ্বল করলেন ভারোত্তোলক মীরাবাঈ চানু