প্রাচ্য হোক অথবা পাশ্চাত্য, সবক্ষেত্রেই সাবলীল তিনি। চিনে নিন এই সুন্দরীকে।
অনিতা হাসানান্দনি, তুষার কাপুরের (Anita acts in a movie with Tushar Kapoor) সঙ্গে সিনেমা করতে করতে জনপ্রিয় হয়েছিলেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি হিন্দি সিরিয়াল করেও সকলের মনে জায়গা করে নিয়েছিলেন অনিতা। পাশ্চাত্য পোশাক হোক অথবা প্রাচ্যের যেকোনো পোশাকেই সাবলীল ভাবে নিজেকে মেলে ধরতে পারেন এই সুন্দরী।

২০০৫ সালে স্টার প্লাসে কাব্যঞ্জলি সিরিয়ালের মূল চরিত্রে অভিনয় করে রুপোলী জগতে পদার্পণ করেছিলেন তিনি। এরপর ইয়ে হে মহাব্বত, এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নাগিন ৩ এবং নাগিন ৪ এ অসামান্য অভিনয় করে বাজিমাত করেছিলেন তিনি।
শুধুমাত্র বলিউড ইন্ডাস্ট্রি নয়, দক্ষিণী ছবিতে অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। সোশ্যাল হ্যান্ডেলে তার ফ্যান ফলোয়ার্স সংখ্যা ও রয়েছে প্রচুর (365 Reporter Bangla Entertainment News : introduce with this beautiful actress Anita Hassanandani)।
অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মতই অনিতা ইনস্টাগ্রামে বিভিন্ন সময়ে ছবি পোস্ট করে অনুগামীদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেন তিনি। তার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা মাত্রই হয়ে যায় ভাইরাল। অনিতার অনুগামীরা নতুন ছবি দেখে হয়েছেন বেশ উচ্ছ্বসিত।