বিনোদনভাইরালসর্বশেষ

সুশান্তকে কি সত্যিই অঙ্কিতার ফ্ল্যাটের ইএমআই বাবদ ৪.৫ কোটি টাকা দিতে হয়েছিল ?

একটা রিপোর্ট থেকে জানা যায় যে, সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে (Sushant Singh Rajput’s Ex Girlfriend Ankita Lokhande) যে ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাটের ইএমআই বাবদ যে টাকা কাটা হয়েছিল তা সুশান্তের একাউন্ট থেকে কাটা হয়েছিল। এর পরপরই অঙ্কিতা তার ফ্ল্যাটের রেজিস্ট্রেশন এবং ইএমআই তে কত টাকা করে কাটে সেই সমস্ত কিছু জমা দিয়েছেন। অবশ্য শুরুর থেকেই অঙ্কিতা, সুশান্তের পরিবারের মতামতকে সমর্থন করছেন। আর সুশান্তের মৃত্যুর আসল কারণ জানার জন্য সিবিআই তদন্ত চাইছিলেন (Ankita Demands CBI Investigations for Sushant’s Death)।

অঙ্কিতা ইনস্টাগ্রামে সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন। তিনি বলেন,”আমি সমস্ত প্রমাণ গুলো দিয়ে দিলাম। আমার যা বলার আমি এখানে বলে দিচ্ছি। আমার ফ্ল্যাটের রেজিস্ট্রেশন এবং ২০১৯ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ২০২০ সালের মার্চ মাসের ১ তারিখ পর্যন্ত আমার অ্যাকাউন্ট থেকে মাসিক বেসিসে টাকা কাটা হচ্ছে। আমার থেকে বেশি কিছু বলার নেই। আমি শুধুমাত্র সুশান্তের মৃত্যুর বিচার চাই।”

View this post on Instagram

In continuation 🙏🏻

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

শুক্রবারে সংবাদ সংস্থা এএনআই (ANI) ইডির একটা কথাকে উল্লেখ করে ট্যুইট করেন,” সুশান্ত সিং রাজপুতের (#SushantSInghRajput) বন্ধু এবং অভিনেত্রী অঙ্কিতা যে ফ্ল্যাটে থাকতেন, তার ইএমআই বাবদ সুশান্তের ব্যাংক একাউন্ট থেকে টাকা কাটা হয়। আর এই ফ্ল্যাটটি সুশান্তের নামে রেজিস্টার করা হয়েছে: এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট অফিসার।”মুম্বাইতে যখন মিডিয়ার সঙ্গে কথা বলেন তখন এই অফিসার জানান যে, এই ফ্ল্যাটটি সুশান্তের নামে রয়েছে। এর পূর্বে, ইডি রাজপুত এর পুরনো কর্মচারী রজত মেওয়াতী, পঙ্কজ দুবে এবং দীপেশ কে জেরা করেছে। সুশান্তের পরিবারকেও পরবর্তী সপ্তাহে ডাকা হবে বলে তাঁরা জানিয়েছেন।

ইডি ইতিমধ্যে রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) কে দুবার জিজ্ঞাসাবাদ করে নিয়েছে। কারণ জুলাই মাসের ৩১ তারিখে সুশান্তর গার্লফ্রেন্ড এর নামে এফআইআর দায়ের করে সুশান্তের বাবা কে কে সিং (Sushant’s Father K K singh)। সুশান্তের বাবার মতে, তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া হয়েছে।

তাছাড়া সুশান্তের বাবা এ অভিযোগ করেন যে, সুশান্তের অ্যাকাউন্ট থেকে গত এক বছরে ১৫ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে। আর যে একাউন্টগুলোর সঙ্গে তার কোনো যোগসূত্র পাওয়া যাচ্ছে না।

অন্যান্যদের সঙ্গে যারা অঙ্কিতা কে সমর্থন করছেন তাদের মধ্যে সুশান্তের দিদি শ্বেতা(Shweta Singh, Sushant’s sister) জানিয়েছেন,”তুমি একজন আত্মনির্ভরশীল মেয়ে। আমি তোমার জন্য গর্বিত!” সুশান্তের একজন ভালো বন্ধু মহেশ শেঠীও বলেন,”আমরা তোমার জন্য গর্বিত। তোমার কোন কিছু ব্যাখ্যা করার দরকার নেই।”

জুন মাসের ১৪ তারিখে সুশান্ত সিং মৃত্যুবরণ করেন। আর এরপর থেকেই গোটা ভারতবর্ষে জুড়ে সুশান্তের মৃত্যুর বিচারের জন্য প্রতিবাদের ঝড় ওঠে। সুশান্তের অসংখ্য অনুরাগীরা সিবিআই তদন্ত চাইছিলেন। আর স্বাভাবিকভাবেই সুশান্তের পরিবার আর চুপ থাকতে পারেননি। তারা বিহার পুলিশের কাছে এফআইআর দায়ের করেন। সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতাও সুশান্তের জন্য প্রার্থনা করেন।

তিনি বলেন,” ২ মাস অলরেডি হয়ে গিয়েছে। তুমি যেখানেই থাকো আশা করি ভালোই আছো। প্লিজ সবাই আগস্ট মাসের ১৫ তারিখে ১০ টার সময় আমাদের সবার প্রিয় সুশান্তের জন্য প্রার্থনায় যোগদান করুন(#GlobalPrayer4SSR)।” (সূত্র: হিন্দুস্তান টাইমস- Hindustan Times)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।