রাজ্যসর্বশেষ

অবশেষে তৃণমূল কী প্রার্থী বদল করতে চলেছে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের ?

বিগত ১০ বছর ধরে যে আসনটিতে বসে আছেন ব্যারাকপুর এর বিধায়ক শীলভদ্র দত্ত, সেই আসনটি নিয়ে ইতিমধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। আগামী নতুন বছরে তবে কী নতুন কেউ অপেক্ষা করছে আসনটির জন্য। বিধায়ক শীলভদ্রর (Barrackpore MLA Shilbhadra Dutta) কিছু ইঙ্গিত সূচক কথা গভীরভাবে ভাবতে বাধ্য করছে রাজনৈতিক মহলকে। বিগত কিছুদিন আগে একটি অনুষ্ঠানে শীলভদ্রর কিছু মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলের মধ্যে শুরু হয়ে যায় আলোচনা। তবে কি সত্যিই এবার পালাবদলের পালা ?

শীলভদ্র জানিয়েছেন নতুন বছরে নতুন কেউ আসতে চলেছে (Is TMC going to change the candidate of the Barrackpore Assembly Constituency, North 24 Parganas)। তিনি আরো জানিয়েছেন বিগত ১০ বছর তিনি শাসনে থেকেও তেমন কিছু কাজ করে উঠতে পারেননি, সেটি নাকি তার ব্যর্থতা এবং অপদার্থতা বলে মনে করেছেন তিনি। নতুন বছরে নতুন কেউ আসবেন এবং আরো ভালো লড়াই করবেন বলে জানিয়েছেন তিনি। তবে হঠাৎ এমন কি হলো যার কারণে তিনি নিজের আসন ছাড়ার জন্য এরূপ মন্তব্য করতে শুরু করলেন সেটি পরিষ্কার নয়।

TMC mla shilbhadra dutta is doing social work
সমাজসেবামূলক কাজ করছেন তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত

এমনিতেও জানাগেছে শীলভদ্রর সাথে তার দলের মধুর সম্পর্ক এখন আর নেই। তাহলে কি দলই তাকে আর চাইছে না নাকি তিনি একদম অন্য কারণের জন্য দল ছাড়তে চাইছেন সেটি বোঝা যাচ্ছে না।

কেন তিনি নতুন কেউ আসার মন্তব্য করছেন এইরূপ প্রশ্ন উঠলে শীলভদ্র জানিয়েছেন, আপনারা যেটা ভাবছেন তা একদমই নয়, “আমি বিগত ১০ বছর ধরে শাসনে থেকেও তেমন কিছু কাজ করে উঠতে পারেনি তাই আগামী বছরে অন্যকেউ নতুন কেউ আসার প্রয়োজন যে আমার থেকেও ভালো লড়াই করতে পারবে”।

এমনিতেও বেশ কিছুদিন আগে শীলভদ্র সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিল তিনি নাকি ভালো নেই, তার এইরূপ মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে কথা উঠলে তিনি জানান, কোভিড পরিস্থিতি নাকি তার অসুস্থতার কারণ।

আশা করা যাচ্ছে সময় এলেই বোঝা যাবে শীলভদ্র এর এরূপ মন্তব্যের কারন কি বা তিনি কোন পথে যেতে চাইছেন।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।