খবররাজনীতিরাজ্যসর্বশেষ

“থাবড়ে লাল করে দেবো…” – কেন গর্জে উঠলেন আব্বাস ? – ISF Abbas SIddiqui

২০২১ সালের বিধানসভা ভোট সত্যিই যেনো মনে রাখার মত আমাদের মত জনসাধারণের কাছে, একদিকে যেমন রাজনৈতিক মহলে লেগে গেছে তুমুল লড়াই তার পাশাপাশি ঘুম উড়ে গেছে সাধারণ মানুষদের মধ্যেও। এক দুশ্চিন্তার ভাঁজ ভোটে কি হবে কি হবে এই করেই হয়তো সকলের দিন গুনছে। (West Bengal Assembly Election 2021 : ISF leader Abbas Siddiqui holds a rally in Bhangar, South 24 Parganas in support of Naushad SIddiqui)

হাতে মাত্র আর বলতে গেলে কয়েকটা দিন বাকি তারপরেই ভোটের দিন শুরু হয়ে যাবে মোট ৮ দফা ভোট হবে এবং ভোটের এই ফলাফল ঘোষণা করা হবে ২রা মে, সুতরাং রাজনৈতিক মহলে যে এখন একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে রাজনৈতিক মহলে নানান গন্ডগোল দেখে।

নৈতিক গন্ডগোল দেখা গেল বুধবার দিন ভাঙরে আব্বাস সিদ্দিক একটি সভা করেছিলেন এবং যেখানে তৈরি হয়েছে একটি ব্যাপক উত্তেজনা। রাজনীতিতে আব্বাস সিদ্দিকীকে সকলে ভাইজান বলে ডাকে, যদি ভাঙ্গড়ের কারোর কিছু হয় তাহলে সেখানে প্রতিবাদ জানায় তিনি। ভাঙ্গড়ের বিজয় গঞ্জের রবিবার দিন তিনি একটি সভা করেন এবং সেখানেই তিনি বলেন যে,” যদি কারোর গায়ে হাত দেয়, তাহলে ছেড়ে কথা বলবো না। অবরোধ করা হবে রাস্তাজুড়ে, এরপর কি হবে সেটা আমি দেখব”।

এর পাশাপাশি আব্বাস পুলিশকেও নিশানা করে বলেন যে,” পুলিশকর্মীরা বাড়িতে গিয়ে সবাইকে ধমকাচ্ছেন কেউ উনাকে ভয় পায় না, আমাকে একবার বলে দেখো থাবরে গাল লাল করে দেব”। ভাঙ্গরে আইএসএস যথেষ্ট করে চলছে জেতার তিনি বলেন যে,” আমার যে সমস্ত ছেলেরা রয়েছে তাদের বাড়ি গিয়ে তাদের ভয় দেখানো চলবে না, কারোর গায়ে যদি হাত দেওয়া হয়, তাহলে ভাঙ্গরে যেসব থানা রয়েছে এসব থানা অবরোধ করে দেবো”। এরকম হুঁশিয়ারি দিলেন আব্বাস সিদ্দিকী।

isf leader abbas siddiqui holds a rally in bhangar south 24 pgs
“থাবড়ে লাল করে দেবো…” – কেন গর্জে উঠলেন আব্বাস ? – ISF Abbas SIddiqui