দেশসর্বশেষ

নিজের অটোকে অ্যাম্বুলেন্স বানিয়ে মানুষের পাশে দাঁড়ালেন, ভাইরাল হলো ছবি

বর্তমানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব রকম ভাবে চেষ্টা করছে সাধারণ মানুষ। সেরকমই একটি সৎ ইচ্ছা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এলেন ভোপালের এক অটো চালক। বর্তমান পরিস্থিতিকে সামাল দেবার জন্য নিজের ছবি বানিয়ে ফেলেছেন তিনি আস্ত একটি অ্যাম্বুলেন্স। (Jabed Khan from Bhopal makes his auto an ambulence to help Covid patients)

এই অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে তিনি নিয়ে যাচ্ছেন রোগীদের। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং টিভিতে। মানুষের অসহায় অবস্থা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য এই পদক্ষেপ নিয়েছেন অটোচালক। রাতারাতি তিনি নিজের অটোকে অ্যাম্বুলেন্সে পরিবর্তন করে ফেলেছেন।

ভোপালের বাসিন্দা এই অটো চালকের নাম জাবেদ খান। সম্প্রতি তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, এই কাজটি করার জন্য স্ত্রীর সমস্ত গয়না বেঁধে দিয়েছেন তিনি। অটর মধ্যেই তিনি দেখেছেন অক্সিজেন নেবার ব্যবস্থা। অক্সিজেন কেনার জন্য ঘন্টার পর ঘন্টা রিলিফ সেন্টারগুলোতে লাইন দিয়ে তিনি কিনেছেন। সোশ্যাল মিডিয়াতে নিজের নাম্বার তিনি শেয়ার করে সকলকে জানিয়েছেন তিনি নিজের কথা।

যে কোন মানুষ সমস্যায় পড়লে তার সঙ্গে যোগাযোগ করে নেবেন এই আশাতে তিনি তার নাম্বার শেয়ার করেছেন। গত একমাস ধরে তিনি এই কাজ করে চলেছেন মানুষের জন্য। এখনো পর্যন্ত মোট 9 জন সঙ্কটজনক রোগীকে তিনি হাসপাতালে পৌঁছে দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই রকম একজন মানুষের যে কতখানি প্রয়োজন তা বলাই বাহুল্য। সংবাদ মাধ্যমের দ্বারা এই খবর ছড়িয়ে পড়ার পর অটোচালকের প্রশংসায় মুখরিত হয়েছেন বহু মানুষ।

jabed khan from bhopal makes his auto an ambulence to help covid patients
নিজের অটোকে অ্যাম্বুলেন্স বানিয়ে মানুষের পাশে দাঁড়ালেন, ভাইরাল হলো ছবি