বিনোদনভাইরালসর্বশেষ

১৫০০ অসহায় মানুষকে সাহায্য করতে চলেছেন অভিনেত্রী জ্যাকলিন

করোনা মহামারীতে গোটা পৃথিবী থমকে গেছে। আর স্বাভাবিকভাবেই ভারতবর্ষকেও গ্রাস করে নিয়েছে এই রোগ। কয়েকদিন আগে পর্যন্ত গোটা দেশজুড়ে লকডাউন চালু হয়েছিল। আর এর ফলে প্রচুর মানুষের জীবিকা অর্জনের উপায় বন্ধ হয়ে গেছে। তাদের হাতে আর কোন কাজ নেই। তবে আশার কথা হলো যে অনেক তারকার এই পরিস্থিতিতে অসহায়দের সাহায্য করছেন।

আর এই পরিস্থিতিতে দুটো গ্রামের টোটাল দায়িত্ব নিয়ে নিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Wishes To Help 1500 Poor People)। তিনি সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব নিয়ে নিয়েছেন।আর এর থেকে স্পষ্ট যে তিনি অনেক বড় মনের মানুষ। তিনিও সাধারণ মানুষের কথা ভাবেন। তিনিও চেষ্টা করছেন যে কিভাবে তাদের মুখে একটু হাসি ফোটানো যায়।

আর করোনা রোগের ফলে সমস্যায় জর্জরিত মহারাষ্ট্রের পাথারডি এবং সাকুর নামে দুটি গ্রাম(Pathardi And Sakur Village From Maharashtra)। আর এই দুই গ্রামের লোকজনের দেখাশোনার দায়িত্ব নিলেন জ্যাকলিন। এই মুহূর্তে বলিউডে নেপোটিজম নিয়ে তোলপাড় চলছে। তাছাড়া বিভিন্ন সময়ে নায়ক নায়িকাদের চরিত্র নিয়ে অনেক গুজব ছড়ায়। তবে এরই মাঝে মানবিকতার দৃষ্টান্ত সাক্ষী হয়ে থাকলেন জ্যাকলিন। নিজের জন্মদিনে সাধারণ মানুষের সাহায্য করতে এগিয়ে গেলেন অভিনেত্রী।

আপনারা অনেকেই হয়তো জানেন যে, আগস্টের ১১ তারিখে জ্যাকলিনের জন্মদিন ছিল (Jacqueline’s Birthday Is On 11th August)। আর সেই দিনই তিনি চিন্তাভাবনা করেন যে ভালো কিছু একটা করবেন। আর সেই হিসেবে তিনি চিন্তা করেন যে অসহায়দের সাহায্য সহযোগিতা করবেন। চলুন জেনে নেই অভিনেত্রীর নিজের কথা থেকেই।

জ্যাকলিন বলেন,”আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করছি। কারণ আমাদের প্রতিদিনের স্বাভাবিক চাহিদাগুলো পূরণ হয়ে যায়। কিন্তু সমাজে এক শ্রেণীর লোকদের সেগুলো পূরণ হচ্ছে না। তারা নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছে। আর এই পরিস্থিতিতে তাদের কোনো রোজগারের ব্যবস্থা নেই। তাই পরবর্তী ৩ বছর ওই গ্রামের লোকজনের অন্নসংস্থানের পাশাপাশি বাচ্চারা যাতে অপুষ্টিতে ভোগে সেদিকে খেয়াল রাখবেন। আমার দীর্ঘদিন ধরেই পরিকল্পনা ছিল যে অসহায়দের সাহায্য করবো।”

শুধু এখানেই ক্ষান্ত হননি তিনি। তিনি ক্রমাগত নারীদের স্বাস্থ্য সচেতনতায় জোর দিতে প্রচার করে চলেছেন। আর সেই কাজের প্রথম পদক্ষেপ হিসেবে ওই গ্রামের ১৫০ জন মহিলাকে ট্রেনিং দেওয়া হবে। দুই গ্রামের সর্বমোট ১৫০০ বাসিন্দাদের দৈনন্দিন খাবার-দাবারের যোগান দেয়ার দায়িত্ব তুলে নিয়েছেন জ্যাকলিন। তাছাড়া এই প্রোজেক্টের অঙ্গ হিসেবে মোট ২০ টি কিচেন গার্ডেন ওই দুই গ্রামে বানিয়ে ফেলা হয়েছে। ওই গ্রামের অনেক লোকজন অপুষ্টিতে ভুগছে। তাছাড়া অনেক লোকের কাছে খাবার-দাবারের টাকা পয়সা নেই। আর এই কঠিন সমস্যার সময়ে মানবিকতার এক দারুন দৃষ্টান্ত দেখালেন জ্যাকলিন।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।