কঙ্গনা করলো নিজের ভাইয়ের বিয়েতে তুমুল নাচ। ভাইরাল হলো সেই ভিডিও
কঙ্গনার ভাই অক্ষরের বিয়েতে অভিনেত্রী করলো তুমুল নাচ। ভাইয়ের বিয়ে নিয়ে সে এখন ভীষণ ব্যস্ত সেই জন্য কোন রকম কাজের জন্যই সে মুম্বাইতে এখন যেতে পারবে না। তার ভাইয়ের বিয়ের জন্য রয়েছেন রাজস্থানের উদয়পুরে। এবং সেই বিয়েকে কেন্দ্র করে দেখা গেল কঙ্গনা রানাওয়াতের সেই তুমুল নাচ যা ভাইরাল হয়ে গেল ভীষণভাবে। (Bollywood Xossip : Kangana dances on this brother Akshars marriage ceremony in Udaipur, Rajasthan and it goes viral)
রাজস্থানের গান অনেকটা অন্যরকমই হয় যেখানে, রাজস্থানের গানের উপর নাচ করলেন কঙ্গনা। ভিডিওটিতে দেখা গেল উদয়পুরে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে গিয়ে সেখানে সে তুমুল ডান্স করছে এবং তার সাথে দেখা গেল অনেক লোক শিল্পীদেরও।
তার এই নাচের ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ভীষণ ভাবে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
সুশান্তের মৃত্যুর পর তার জীবনে অনেকেই সমস্যা এসেছে এবং তারপর রাজনৈতিক অনেক কারন এর ফলে কঙ্গনার নিজস্ব অফিসে ভাঙচুর হয়েছে । তারপর সেই সমস্ত সমস্যা জনিত কারণে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সমস্ত কিছুই নিয়ে তিনি এক অস্বাভাবিক সমস্যার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছিলেন।
মুম্বাই পৌরসভা থেকে জানানো হয়েছিল যে অফিসটি অফিসটি ভাঙ্গা হয়েছে সেটা অনেকটা বেআইনি জায়গার ওপর তৈরি করা হয়েছিল এবং যার জন্য পৌরসভার পক্ষ থেকে সেই বেআইনি অংশটুকু ভেঙে দেওয়া হয়।
এই ঘটনাটি সম্পর্কে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা কাছেও মুম্বাই পৌরসভার তরফ থেকে চিঠি পাঠানো হয়েছিল।
সুতরাং বিভিন্ন সমস্যার মধ্যে থেকে তার জীবনে হয়ত কিছুটা আনন্দের প্রতিচ্ছবি দেখা গেল এই ভিডিওটিতে, যেখানে সে ভীষণভাবে উৎসাহিত হয়ে তার পরিবার পরিজনদের কাছে গিয়ে তার ভাইয়ের বিয়েতে নাচ করছেন।
