বিনোদনভাইরালসর্বশেষ

“হিরোর সাথে বিছানায় গেলে ২ মিনিটের রোল জোটে”- পুনরায় কঙ্গনা আক্রমণ করলেন জয়াকে

ইতিমধ্যে কঙ্গনা রানাওয়াত এবং জয়া বচ্চনের মধ্যে তর্ক বিতর্ক তুঙ্গে (Kangana Ranaut vs Jaya Bachchan)। জয়া বচ্চন অবশ্য যে মন্তব্য করেছেন তাতে তিনি কারও নাম উল্লেখ করেছেন না। তবে কঙ্গনা রানাওয়াত স্পষ্ট করে জয়া বচ্চনকে ইঙ্গিত করে মন্তব্য করছেন। কিছুদিন পূর্বে পার্লামেন্টে দাঁড়িয়ে জয়া বচ্চনের বক্তব্য ছিল,”আমরা কয়েকটা লোককে দেখে আসছি যাদেরকে বলিউড সুনাম এনে দিয়েছে। আরে সত্ত্বেও তারা যার হয়ে খায় পরে তাকেই ধ্বংস করার মতলবে আছে।”

অবশ্য কঙ্গনা রানাওয়াত ‘থালি ফুটো করার’ উত্তর অত্যন্ত তীব্রভাবে দিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, একবার তিনি সিনেমাতে ২ মিনিটের রোলের একটা থালির সুযোগ পেয়েছিলেন (Kangana Ranaut humiliates Jaya Bachchan over thali and says she is offered 2 minutes role after sleeping with hero)। শুধুমাত্র একটা আইটেম নাম্বার আর একটা রোমান্টিক সিন। আর এই থালি অর্জন করার জন্য তাকে হিরোর সাথে বিছানায় যাওয়ার কথা বলা হয়েছিল। অপরদিকে যে থালি সম্পর্কে এত লম্বা চওড়া বক্তব্য দিচ্ছেন জয়াজি, তা তিনি পূর্ণ করে দিয়েছেন দেশাত্মবোধক এবং নারী কেন্দ্রিক সিনেমার মাধ্যমে। কঙ্গনা তীব্র জোরের সঙ্গে জয়াজিকে বললেন যে, ওটা তার নিজস্ব থালি , কোনক্রমেই জয়াজির হবে না।

মূলত সমাজবাদী পার্টির সংসদ জয়া বচ্চন গত সোমবারে পার্লামেন্ট থেকে মন্তব্য করেছিলেন। তার বক্তব্য ছিল,” এই মুহূর্তে বলিউডের আর্টিস্ট এর উপর অকারনে তীব্র আক্রমণ করা হচ্ছে। কেন্দ্রের উচিত এইসব আক্রমণের বিরুদ্ধে কিছু একটা পদক্ষেপ গ্রহণ করা। আর্টিস্টদের সিকিউরিটি দেওয়ার কথা চিন্তা করা।”

তিনি আরো বলেন,” কিছু লোক বলিউডকে নোংরা আস্তাকুঁড়ের সাথে একপর্যায়ে নিয়ে আসছে। অথচ এই লোক গুলো বলিউডে এসেই সুনাম অর্জন করেছে। কয়েকজন লোকের দোষের জন্য ইন্ডাস্ট্রির প্রত্যেককে আক্রমণ করছে আর দায়ী করছে।” অপরদিকে তিনি বিজেপি সাংসদ রবি কিসান এর নাম না উল্লেখ করে জানালেন,” এক লোক সভা সাংসদ হয়ে ইন্ডাস্ট্রির বিপক্ষে গিয়ে যেভাবে সুর ছড়াচ্ছেন তাদের দিনে ভীষণভাবে অপ্রস্তুত হয়ে গিয়েছেন। এরা যে পাত্রে খাবার গ্রহণ করে, সেটাই পরে ফুটো করে ফেলে।”

অপরদিকে মঙ্গলবারে কঙ্গনা জয়ার উদ্দেশ্যে প্রশ্ন তুলে দেন। কঙ্গনা বলেন,” যদি তার স্থানে জয়ার কন্যা শ্বেতাকে ছোটবেলা থেকে মানসিক এবং শারীরিক ভাবে নির্যাতন করা হতো, ড্রাগ দিয়ে দেওয়া হতো, শ্রীলতাহানি করা হতো তাহলে কি তিনি একই ধরনের মন্তব্য করতেন? অপরদিকে তার ছেলে অভিষেককে যদি ক্রমাগত খেপিয়ে যাওয়া হতো, ছোট করা হতো, একদিন যদি সে সুইসাইড করে নিত তাহলে কি তার মন্তব্য একই হত? আমাদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান।”

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।