খবরভাইরালসর্বশেষ

ইউটিউবার গৌরবের নামে এবার পুলিশের কাছে অভিযোগ করলেন বাবা কা ধাবার মালিক কান্তা প্রসাদ

Delhi : “বাবা কা ধাবা” নামটাই এখন যথেষ্ট বিখ্যাত। দিল্লিতে একটি ছোট্ট খাবারের দোকান এটি। আজকের নয় বিগত ৩০ বছর ধরে চলে আসছে এই দোকানটি। একজন বৃদ্ধ ও বৃদ্ধা এই দোকানটি চালান। (Kanta Prasad, the owner of Baba Ka Dhaba from Malviya Nagar, Delhi, complained to the police against youtuber Gaurav Wasan)

দোকানটির মালিক অর্থাৎ ওই বৃদ্ধটির নাম কান্তা প্রসাদ। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় “বাবা কা ধাবা” নিয়ে। ভিডিওটির মাধ্যমে দেশবাসী জানতে পেরেছিল এই দোকানের ব্যাপারে। দীর্ঘ ৩০ বছর ধরে দোকানটি চললেও বিক্রি তেমন একটা নেই। থাকার মত ভাত, ডাল, রুটি, তরি-তরকারি সবই আছে। করোনার মহামারী শুরু হওয়ার পর থেকে দোকানের বিক্রি আগের থেকেও অনেক নিচে নেমে যায়। বৃদ্ধ-বৃদ্ধার শেষ সম্বল এই দোকানটিই। দোকানের বিক্রয় কমে যাওয়ার ফলে তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছিল। দৈনন্দিন বিক্রয় বলতে গেলে বৃদ্ধ জানিয়েছিলেন মাত্র ৪০-৫০ টাকা রোজগার হচ্ছে এখন। একটি ইউটিউবার এর মাধ্যমে ভিডিওটি পোস্ট হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে পড়েছিল চূড়ান্তভাবে। ভিডিওটি পোস্ট করেছিলেন গৌরব ওয়াসেন।

এরপরই খুলে যায় বাবা কা ধাবার ভাগ্য। অগণিত মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার পাশাপাশি বাড়তে থাকে দোকানে ভিড়ও। পরবর্তীকালে একটি ভিডিওতে বৃদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশবাসীর প্রতি এবং ওই ইউটিউবার গৌরবের প্রতি। কিন্তু হঠাৎ করে দেখা যায় বৃদ্ধের অন্য রকম রূপ। সম্প্রতি বৃদ্ধ কান্তা প্রসাদ পুলিশের কাছে এফআইআর করেন গৌরবের বিরুদ্ধে। (Kanta Prasad files FIR against Gaurav Wasan)

বৃদ্ধ জানিয়েছেন গৌরব নাকি তার নাম করে দেশবাসীদের কাছ থেকে টাকা তুলছেন এবং সেই সব নিজেই আত্মসাৎ করছেন। সে নাকি তার পরিবারের বিভিন্ন একাউন্টে সেই সকল টাকা তুলছেন যার একটি টাকাও বৃদ্ধকে দেওয়া হয়নি এই রকমই অভিযোগ আনেন কান্তা প্রসাদ। এর ফলে অবশেষে দিল্লির পুলিশ এফআইআর নেন এবং কেস করেন গৌরবের বিরুদ্ধে।

অপরদিকে গৌরব জানিয়েছেন ইতিমধ্যেই কান্তা প্রসাদের একাউন্টে প্রায় কুড়ি লক্ষ টাকা অনুদান এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সে আরো জানিয়েছে বৃদ্ধের একাউন্টে আর টাকা ফেলা যাচ্ছে না তাই কিছুদিন আগেই সে নগদ ৭৫ হাজার টাকা বৃদ্ধকে দিয়ে এসেছে। কেস ফাইল হওয়ার পর গৌরব একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে দেখা গেছে কান্তা প্রসাদ কে নিয়ে গৌরব বিস্ময় প্রকাশ করেছে। সে জানিয়েছে ভালো কাজের কোন মূল্য নেই। আজ সে যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল কান্তা প্রসাদের দিকে তার ফলস্বরূপ তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে। এর কারণে সে জানিয়েছে এরপর থেকে মানুষের সাহায্য করতে গেলেও কিছু বার ভাবতে হবে।

Kanta Prasad, the owner of Baba Ka Dhaba, complained to the police against youtuber Gaurav Wasan
ইউটিউবার গৌরবের নামে এবার পুলিশের কাছে অভিযোগ করলেন বাবা কা ধাবার মালিক কান্তা প্রসাদ (Credit : Google)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।