অপরাধখবরসর্বশেষ

ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো কর্ণাটকের বিধানসভার ডেপুটি স্পিকার – উদ্ধার সুইসাইড নোট

Karnataka : কর্ণাটকের বিধানসভার ডেপুটি স্পিকারের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ঝড়। এস এল ধর্মগৌড়ের ভাই একজন এমএলএ। অভিযোগ এসেছে যে, ধর্মগৌর আত্মহত্যা করেছেন। জানা গেছে তিনি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। (Karnataka News : Karnataka Vidhan Sabha Deputy Speaker SL Dharme Gowda commits suicide by jumping from train. A Suicide Note is found)

ট্রেনের যেখানে দেহটি পড়েছে, সেখানেই দুইখন্ড হয়ে গেছে। কেন ইএসএল ধর্মঘরের ধরনের পথটি বেছে নিলেন সে ব্যাপারে এখনো কোনো কিছু জানা যায়নি। তদন্ত করার পর দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।

সুইসাইডটি উদ্ধার করেছে কডুর থানার পুলিশ। ওই উদ্ধার করা সুইসাইড নোটে লেখা ছিল, ১৫ই তারিখ নাগাদ তাকে কিছু কংগ্রেস নেতারা তাকে ঠেলা দিয়েছিল। তাকে চেয়ার থেকে ফেলে দেয়। এই ঘটনার পরে যথেষ্ট হতাশাগ্রস্থ হইয়ে পরে তিনি।

আর পরই এইরকম সিদ্ধান্ত তিনি নেন বলে জানা যায়। রাতে তিনি কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়েন বাড়ি থেকে। এরপর থেকে যখন তার কোনো রকম খোঁজ না পাওয়া গেলে চিন্তা করে পরিবার। এরকম ভাবে তিনি আত্মহত্যা করবেন সেটা জেনে সকলেই হতবাক হয়ে গেছেন।

এনআরসির নেতা দেবগৌরা বলেছেন যে,” ধর্মগৌড়ের এরকম আত্মহত্যায় সত্যি সকলেই স্তম্বিত । যথেষ্ট শান্ত স্বভাবের মানুষ তিনি ছিলেন। এভাবে তিনি চলে যাবেন সেটা কখনোই বিশ্বাস করতে পারছি না। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী টুইট করে লিখেছেন,” তার দল থেকে একজন অসাধারণ মানুষ হারিয়ে গেল। দলের একজন বড় নেতাকে হারালাম সবাই এবং ভাইয়ের মত ছিল তিনি”।

Karnataka Vidhan Sabha Deputy Speaker SL Dharme Gowda commits suicide by jumping from train
ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো কর্ণাটকের বিধানসভার ডেপুটি স্পিকার – উদ্ধার সুইসাইড নোট (Internet photo)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।