ইয়াশ কে মারার হুমকি দিলেন রবীনা ট্যান্ডন – KGF 2 Movie
কেজিএফ ২ সিনেমা দেখার জন্য দর্শকেরা পাগল। এখনো সিনেমাটি রিলিজ হয়নি। তবে প্রত্যেক ফ্যানেরা এই সিনেমার গল্প টা আসলে কেমন হবে তা জানার জন্য উদগ্রীব। ইতিমধ্যে একটা বিখ্যাত নিউজ চ্যানেলে বলা হয়েছে যে, এই সিনেমাতে ইয়াসুফ রকি ভাই কে মারার হুমকি দেবেন রবীনা ট্যান্ডন। চলুন জেনে নিই বিস্তারিত। (KGF chapter 2 story Yash and Raveena Tandon to star)
মূলত এই সিনেমাটি রকি ভাই কে ঘিরে। রকি ভাই ছোটবেলায় এতিম খানায় মানুষ হয়। তারপর ধীরে ধীরে নিজের বুদ্ধি, সাহস এবং শক্তির জোরে মুম্বাইয়ের বিখ্যাত গ্যাংস্টার হয়ে ওঠে।
আর বড় হয়েছে কেজিএফ এর অর্থাৎ কর্নাটকের কোলার গোল্ড ফিল্ডস এর দখল নেয়। এমনকি কিছু কিছু ফ্যানেরা রকি ভাই এর সাথে পুরনো বিখ্যাত এক গ্যাংস্টারের মিল খুঁজে পাচ্ছেন। আর সেই গ্যাংস্টার প্রকৃতপক্ষে ১৯৯৭ সালে পুলিশের গুলিতে নিহত হয়। তাহলে রকি ভাই কি আসলে মারা দিতে চলেছেন সিনেমার শেষে?
তবে একটা কথা স্পষ্ট যে সঞ্জয় দত্ত ওরফে অধিরাজ সঙ্গে রকি ভাই একটা রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটবে। আর সেই সংঘর্ষে রকি ভাইয়ের জয়লাভ হবে। তবে এখানে কিন্তু যুদ্ধ শেষ হচ্ছে না। এরপরে আরো বড় একটি এনকাউন্টার হবে রবীনা ট্যান্ডন ওরফে রমিকা সেন এর সঙ্গে।
এমনকি কিছু কিছু ফ্যানেরা জানাচ্ছেন যে, রবীনা ট্যান্ডন নাকি ইয়াশ কে মারার হুমকি দেবেন এই সিনেমাতে। শত শত পুলিশ নাকি বন্দুক নিয়ে ঘিরে ধরবে রকি ভাই কে। আর ফ্যান দের মতে, সিনেমা শেষ দৃশ্যে নাকি রকি ভাই পুলিশের গুলিতে লুটিয়ে পড়বেন। তোর স্বাভাবিকভাবেই এই খবর শুনে ফ্যানদের মন ভীষণ খারাপ হয়ে গিয়েছে।
