খবরবিনোদনসর্বশেষ

Dance Dance Junior Season 2 : নেচে পাগল করবে কোচবিহারের সুদাম

অন্য সব যুবক-যুবতীদের মত আমাদেরকে নাচের জাদুতে মুগ্ধ করতে আসছে কোচবিহারের সুদাম। সুদাম বর্মন। ছোট্ট একটি গ্রামের এই ছেলেটি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে নাচ করার। বাবা এবং মায়ের একমাত্র ছেলে সুদাম। এই মঞ্চের দ্বারা সে পূরণ করবে তার স্বপ্নের। বাবা মায়ের মুখে হাসি ফোটাবে সে। ছোটবেলা থেকে সে পশু-পাখিকে তার নাচ দেখে আনন্দ পেয়েছে সে। (Star Jalsha Upcoming Dance Reality Show News : Kid Sudam Barman from Coochbehar will amuse the fans by dancing on Dance Dance Junior season 2)

শুধু নাচ নয়, আমরা শুনতে পাবো তার মুখে কোচবিহারের আঞ্চলিক ভাষা। কোচবিহারের ভাষার মাধুর্য, তা আমরা শুনতে পাবো সুদামের কথায়। সুদাম সকলকে জানিয়েছে, “এতদিন আমি নাচ দেখাতাম শুধুমাত্র আমার গ্রামের মানুষকে। আজ আমি সকলকে নাচ দেখানোর জন্য আসি ডান্স ডান্স ডান্স জুনিয়র এর মঞ্চে।”

এবার সে নাচের মাধ্যমে মুগ্ধ করবে আবাল-বৃদ্ধ-বনিতা কে। তাই সুদাম এর নাচের তালে তালে মুগ্ধ হবার জন্য চোখ রাখুন স্টার জলসা তে। ইতিমধ্যেই সুদাম এর নাচের ভিডিওসোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যেখানে তার নাচের কিছু ঝলক আমরা দেখতে পেয়েছি।

এই ভিডিওতে কমেন্ট করেছেন বহু মানুষ। সকলে তাকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে আবার কেউ কেউ রয়েছেন কোচবিহারে বাসিন্দা। তারা নিজেদের কোচবিহারের বাসিন্দা বলে গর্ব প্রকাশ করেছেন। সব মিলিয়ে সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে সুদাম এর নাচ দেখার জন্য।

বন্ধুরা, স্টার জলসায় আসতে চলেছে ডান্স ডান্স জুনিয়র। আরো একবার নাচের মঞ্চ কাঁপাতে আসছে বহু প্রতিভা। ছোট-বড় অনেক যুবক-যুবতী আসছে আমাদের সকলকে মুগ্ধ করতে। 16 ই জানুয়ারি থেকে আমরা শনি এবং রবিবার ঠিক রাত সাড়ে নটায় দেখতে পাবো এই জনপ্রিয় নাচের অনুষ্ঠান। এই নাচের অনুষ্ঠানে বিচারকের মঞ্চে আমরা দেখতে পাব অভিনেতা দেব, মনামী ঘোষ এবং মিঠুন চক্রবর্তীকে। (Mithun Chakraborty, Dev and Monami Ghosh as judges on Dance Dance Junior Season 2).

Kid Sudam Barman from Coochbehar will amuse the fans by dancing on Dance Dance Junior season 2
Dance Dance Junior Season 2 : নেচে পাগল করবে কোচবিহারের সুদাম (Credit : Star Jalsha)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।