ক্রিকেটখবরখেলাসর্বশেষ

যুবরাজ সিং এর ৬ বলে ৬ মারার রেকর্ডের পুনরাবৃতি ঘটালেন কিরণ পোলার্ড

যুবরাজ সিংয়ের ছটি বলে ছয় মারার রেকর্ডটি হয়তো সকলেরই মনে আছে। কেউ ওই দিনটি ভুলতে পারবেনা। এতদিন পর্যন্ত যুবরাজ সিং এর ছয়টি বলে ছয় মারার রেকর্ডটি বরাদ্দ ছিল, কিন্তু অবশেষে এই রকম রেকর্ড করে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বে এমন একটি দল যে সমস্ত দলকে মোক্ষম জবাব দিতে সক্ষম। (Sri Lanka tour of West Indies, 2021 : Kieron Polard hits 6 sixes against Sri Lanka that repeats Yuvraj Singh performance and wins the match)

কিরণ পোলার্ডকে কৃতিত্ব অর্জন করার সময় সাক্ষী থাকলো দর্শক। ছটি বলে ছয়টি ছয় মেরে দ্বিতীয় রেকর্ড করলো কিরণ। ব্যাটসম্যান লঙ্কার আকিলা দানাঞ্জয়কে ছয় বলে ছটি ছয় মেরেছেন কিরণ। টি টুয়েন্টি ষষ্ঠ ওভারে পোলার্ড এরকম একটি ক্ষমতা সকলকে দেখালেন। (Caribbean cricketer Kieron Polard hammers 6 sixes in a over against Sri Lankan bowler Akila Dhananjaya)

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই রকমই একটি ক্ষমতার প্রদর্শনী দেখিয়েছিল যুবরাজ সিং। ছয় বলে ছয়টি ছক্কা মেরে ছিলেন এবং বিশ্ব রেকর্ড করেছিলেন। যুবরাজ সিংয়ের এই রেকর্ডের তালিকায় এবার নাম লেখালো পোলার্ড।

এর আগে ২০০৭ সালে আফ্রিকার এক ব্যাটসম্যান হার্সেল গিবস এই রকমই একটি ক্ষমতা প্রদর্শনী করিয়েছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। যদিও এই ক্ষমতাটি তিনি ওয়ানডে ম্যাচে দেখিয়েছিলেন। টি-টোয়েন্টির এই খেলাতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল ১৩২ রান।

কিন্তু খেলার মাঝে ধনঞ্জয় হ্যাটট্রিক করার জন্য বেশ সমস্যায় পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। এর পরেই দুরন্ত গতিতে পোলার্ড এক ওভারে ৬ টি ছক্কা দিয়ে খেলা কে এগিয়ে নিয়ে যান। পোলার্ড ১১ বলে যখন ৩৮ রান নেন তারপরে তিনি আউট হয়ে যান।

kieron polard hits 6 sixes against sri lanka that repeats yuvraj singh performance
যুবরাজ সিং এর ৬ বলে ৬ মারার রেকর্ডের পুনরাবৃতি ঘটালেন কিরণ পোলার্ড