কলকাতারাজ্যসর্বশেষ

জেনে নিন মেট্রো পরিষেবায় কি কি পরিবর্তন আসতে চলেছে

কলকাতার লাইফ লাইন হল মেট্রো। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন মেট্রোতে যাতায়াত করেন। অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়া প্রত্যেকেরই অত্যন্ত প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যম হলো মেট্রো। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির জন্য ২২ শে মার্চ থেকে বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। ৩৫ বছরে এই প্রথমবার এতদিন ধরে এই পরিষেবা বন্ধ। আনলকের চতুর্থ পর্যায়ে ছাড়পত্র পেয়েছে কলকাতার এই লাইফ লাইন। তা নিয়েই দফায় দফায় নবান্নে বৈঠক হয়েছে মেট্রো কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের মধ্যে।

নবান্ন সূত্রে খবর ১৪ কিংবা ১৫ সেপ্টেম্বর থেকে কলকাতায় মেট্রো পরিষেবা ফের চালু হতে পারে। তবে মেট্রো পরিষেবা চলবে সকাল ৮ টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত (New Time Table of Kolkata Metro)। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা চালু হবার ছাড়পত্র দেওয়া হলেও এই নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেনা মেট্রো কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার। তাই পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার জন্য সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন দুপক্ষই।

মেট্রো পরিষেবা চালু হলেও নির্দিষ্ট কিছু স্বাস্থ্য বিধি মানার জন্য নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো জেনে নিন এক ঝলকে (New Norms in Kolkata Metro Rail Corporation)।

★ মেট্রো কর্তৃপক্ষকে জানানো হয়েছে একটি রেকে সর্বোচ্চ ৪৫০ জন যাত্রী চলাচল করতে পারবে। এর ফলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে।

★ রেকের সংখ্যা করা হবে ১০০ কিংবা তার কম।

★করোনা পরিস্থিতিতে মেট্রোর আটটি রেলের কামরায় বসার আসন থাকবে ১২৮ জনের। এর সঙ্গে কিছু লোক দাঁড়িয়ে যেতে পারেন।

★ ক্রাউড ম্যানেজমেন্টের ব্যাপারে রাজ্য পুলিশের সহায়তা চেয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

★ যাদের স্মার্ট কার্ড আছে তারাই শুধু মেট্রোতে যাতায়াত করতে পারবেন।

★ মেট্রো পরিষেবা পেতে লাগবে ই-পাস।

★ কোন রকম টোকেন দেওয়া হবে না এবং নতুন করে কোন স্মার্ট কার্ডের ব্যবস্থা এখনই করা যাবে না।

★ এই পরিস্থিতিতে মেট্রো কর্তৃপক্ষ একটি অ্যাপ তৈরির কথা ভেবেছে। যার ব্যবহার করে গ্রাহকরা স্মার্ট কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন। কোন স্টেশনে কতজন অপেক্ষা করছেন, পাশাপাশি প্লাটফর্মে কতজন লোক রয়েছে সেটাও নির্দিষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

★ অফিস টাইমে দুইটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে ১২ মিনিট। অন‍্যসময়ে তা ১৫ মিনিট।

★ পূর্বের তুলনায় বেশ কয়েক সেকেন্ড বেশিক্ষণ স্টেশনে দাঁড়াবে মেট্রো।

এখন এই পরিস্থিতিতে স্বাস্থ্য‌বিধি মেনে মেট্রো পরিষেবা ঠিক কতটা সফল হয়, সেদিকে তাকিয়েই মেট্রো কর্তৃপক্ষ থেকে শুরু করে মেট্রোর নিত‍্যযাত্রীরাও।