Kori Khela Zee Bangla Serial : কড়ি কি পাবে মনের মানুষকে, নাকি একাই পথ চলতে হবে – দেখুন কড়ি খেলা
সিঙ্গেল মাদার অর্থাৎ একাকী মা, নিজে হাতে সবকিছু সামাল দেন তারা। ডিভোর্সি বা যারা স্বামী থেকে বঞ্চিত এমন মেয়েরা সমাজের সঙ্গে লড়াই করে সংসার চালানো এবং সন্তান মানুষ করেন। এই সমস্ত মায়েদের জন্য আমাদের মনে আলাদা সম্মান রয়েছে। এই মায়েদের কেন্দ্র করেই নতুন একটি সিরিয়াল আসতে চলেছে জি বাংলায়। সিরিয়ালটির নাম কড়ি খেলা। (Bangla Bengali Serial News : Kori Khela a Zee Bangla upcoming new Bengali serial starring Sriparna Roy. Kori Khela cast – Sriparna Roy as Kori and Ananda Ghosh as Kori’s lover)

জীবন যে একটা খেলা ঘর, তা আমরা সকলেই জানি। তারমধ্যে একা লড়াই করার কষ্ট টাই আলাদা। সিরিয়ালে দেখানো হয়েছে যে, একা সমস্ত কষ্ট সহ্য করে নিজের ছেলেকে বড় করে তুলেছে একজন মেয়ে। বেকারত্ব সামনে থেকে শুরু করে ছোট্ট ছেলেকে বড় করে তোলা, সবকিছুই যেন একটি ছন্দে চলছে।

তবে একাকিত্বের কি সত্যি কোন শোক নেই ? হ্যাঁ উত্তর পাওয়া গেল আর কিছুক্ষণের মধ্যেই। একা ছেলেটিকে নিয়ে রাস্তা পার হতে গিয়ে বিপদে পড়তে হলো তাকে। তখনই সমস্ত বাধা বিপত্তি সরিয়ে তার সাহায্য করতে আসে একজন পুরুষ। সেই পুরুষ হয়তো তার ভবিষ্যৎ জীবন সঙ্গী হতে পারে, বা হতে পারে শুধুমাত্র একটি ভালো বন্ধু।
আমরা সকলেই একবার বাঁচি আর একবার মরে যাই। তবে বাঁচা-মরার মধ্যে আর সবকিছু যে একবার হবে তার কোনো মানে নেই। বাকিটা সিনেমার সংলাপ ছাড়া আর কিছুই নয়।এই সিরিয়ালের মধ্যে দিয়ে তাই বোঝাতে চেয়েছে পরিচালক। জীবনের পথ চলার পথে আমাদের সকলের একজন উপযুক্ত সঙ্গী খুঁজে নিতে হয়।

মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী শ্রীপর্ণা রায় কে। নায়ক চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা আনন্দ ঘোষ কে। সম্প্রতি মুক্তি পাওয়া এই সিরিয়ালে দ্বিতীয়ভাগে দেখা যাচ্ছে নায়ক কে। হঠাৎ করে যখন ছোট্ট ছেলেটির হাত ধরে নায়ক, তখন ব্যাকগ্রাউন্ডে গান বাজছে থাকে, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সম্পূর্ণ গল্পটি শুোনার জন্য অথবা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলায়।