দেশসর্বশেষ

নির্ভয়াকে বিচার দেবার পর মনীষা বাল্মীকির জন্য পথে নামলেন আইনজীবী সীমা

আমাদের ভারতবর্ষ এমন একটি দেশ, যা আজকের যুগে ধর্ষণের দিক থেকে সবার আগে এগিয়ে রয়েছে। মহামারী হোক অথবা ঘূর্ণিঝড় কোন কিছু মানুষের এই পাশবিক অত্যাচারের হাত থেকে বাঁচাতে পাচ্ছেনা নারীদের। নির্ভয়া হোক (Nirbhaya rape case) অথবা উত্তরপ্রদেশের ডাক্তারবাবু, সবাইকে যেভাবে ধর্ষণ করে নির্মমভাবে মেরে ফেলা হয়েছিল, তা শুধুমাত্র শুনেই যেন শরীর অসুস্থ হতে শুরু করে দেয় ।

তবে যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়ে মানুষ গর্জে উঠেছে, তাতে একটু হলেও হয়তো বুক কেপে যাবে ধর্ষকদের। বহুদিন কেস চলার পর অবশেষে দোষীর শাস্তি পেয়েছিল ছোট্ট মেয়ে নির্ভয়ার ধর্ষকরা। তবে ডাক্তার বাবুর ধর্ষকদের কিন্তু শাস্তির জন্য অপেক্ষা করেনি পুলিশ। তার আগেই একটি শুনশান জায়গায় নিয়ে গিয়ে এনকাউনটার করে মেরে ফেলা হয়েছিল তাদের। তাতে হয়তো কিছু বুদ্ধিজীবী আপত্তি করেছিলেন, কিন্তু বিশ্বাস করুন তাতে খুশি হয়েছিল সারা ভারতবর্ষের সাধারণ মানুষ।

নির্ভয়ার আইনজীবী সীমা কুশওয়াহা কে নিশ্চয়ই মনে আছে। বহুদিন লড়াই করার পর তিনি এনে দিয়েছিলেন নির্যাতিতাদের পরিবারের ন্যায্য বিচার। অবশেষে শান্তি পেয়েছিল নির্যাতিতা এবং ধর্ষিতা মেয়েটির আত্মা। এবার তিনি প্রস্তুতি নিচ্ছেন আরো কিছু ধর্ষকদের উপযুক্ত শাস্তি দেবার জন্য। সম্প্রতি তিনি দেখা করতে চলেছেন মনীষা বাল্মীকির পরিবারের সঙ্গে (Lawyer Seema kushwaha will fight for the justice of Monisha Balmiki)। তার আগে জেনে নিন মনীষা বাল্মিকী (मनीष वाल्मीकि) কে (Who is Manisha Valmiki) ?

justice for uttar pradesh Hathras rape victim Manisha valmiki
মনীষা বাল্মীকির ধর্ষকদের কঠোর শাস্তি চাই

সম্প্রতি উত্তরপ্রদেশের যে দলিত মেয়েটিকে কিছু তথাকথিত ব্রাহ্মণ ব্যক্তিরা মিলে ধর্ষণ করেছিল, সেই মেয়েটির নাম হলো মনীষা বাল্মিকী (Dalit girl Manisha Valmiki is brutally raped by some so called higher caste people. Manisha is from Hathras, Uttar Pradesh)। শুধুমাত্র ধর্ষণ করে ছেড়ে যায়নি তাকে। তার জিভ টেনে ছিঁড়ে ফেলেছে। এতটাই অত্যাচার করেছে তার ওপর যে মেয়েটির শিরদাঁড়ায় হাড় পর্যন্ত ভেঙে গেছে।

টানা ১৯ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মৃত্যু হয়েছিল মনীষার দিল্লির একটি হাসপাতালে। মৃত্যুর পরেও তাঁর রেহাই হয়নি। দিল্লির একটি বেসরকারি হাসপাতাল থেকে পুলিশ তড়িঘড়ি মেয়েটির মৃতদেহ নিয়ে চলে যায় উত্তর প্রদেশের গ্রামে। সেখানে জোর করে তার বাড়ির পাশে কোন এক ধানক্ষেতে পুড়িয়ে ফেলা হয় মৃতা তরুনীর দেহ (Police burnt the body of the victim in a paddy field quickly)।

পরিবারের মানুষদের আকুল আকুতি উপেক্ষা করে তার বাড়িতে তার পরিবারের কাছে দেহটি না দিয়ে নির্মমভাবে পুড়িয়ে ফেলা হলো। এসব কিছুর সাক্ষী ছিল সোশ্যাল মিডিয়া। বারবার পুলিশকে জিজ্ঞাসা করলেও তারা কোনো উত্তর দিতে পারেনি। তাই ধর্ষক এবং পুলিশের বিরুদ্ধে লড়াই করবেন নির্ভয়ার আইনজীবী সীমা।

আপাতত তার দিকে তাকিয়ে রয়েছে সকলে। সকলেরই বিশ্বাস অদূর ভবিষ্যতে দোষীরা উপযুক্ত শাস্তি পাবে (Justice for Manisha Valmiki, Hathras rape victim)।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।