দেশরাজনীতিরাজ্যসর্বশেষ

চলুন জেনে নেই ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ বোসের সম্পর্কে

ব্যক্তিগত জীবন
সুভাষচন্দ্র ভিয়েনাতে গিয়ে দুটি বই রচনা করার পরিকল্পনা গ্রহণ করেন। তার এই বই দুটির নাম যথাক্রমে ইন্ডিয়ান পিলগ্রিম (Indian Pilgrim) আর ইন্ডিয়াস স্ট্রাগল ফর ফ্রিডম (Indian Struggle For Freedom)। আর এই বইয়ের টাইপ রাইটার হিসেবে অস্ট্রিয়ার এক মেয়ে এমিলি শেঙ্কল (Emilie Schenkl) তাকে সহায়তা করেন। আর ক্রমে ক্রমে তাদের মধ্যে ভালবাসার জন্ম নেয়। আর তিনি তাঁকে বিবাহ করেন (Subhas Bose Marries Emilie)। তাদের একমাত্র কন্যা সন্তানের নাম অনিতা বসু পাফ (Anita Bose- the daughter of Netaji)।

রাজনৈতিক দৃষ্টিভঙ্গি
তার সবথেকে জনপ্রিয় উক্তি হলো,” তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব”( হিন্দিতে তুম মুঝে খুন দো, মেরি তুম্হে আজাদী দুঙ্গা),(Give Me Blood, I WIll Give You Freedom)… বার্মা, ১৯৪৪.
তাছাড়া তার অন্য একটি বিখ্যাত উক্তি হলো ভারতের জয় (জয় হিন্দ, Jai Hind)। এরপরে ভারত সরকার এই উক্তিকে স্বীকৃতি দেয়।

মৃত্যু
তার মৃত্যু সম্পর্কে অনেক ধোঁয়াশা রয়েছে (Netaji Death Mystery)। এখনো পর্যন্ত সঠিক সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। তার মৃত্যু সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। তবে একটা কথা ঠিক যে, ব্রিটিশ সরকারের চোখে তিনি ছিলেন দেশদ্রোহী। তবে আমাদের কাছে তিনি একজন দেশ নায়ক। আর আমরা প্রত্যেকেই হয়তো তাকে মেরে ফেলেছি।

সম্মান
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (Biswakabi Rabindranath Tagore), সুভাষ বোস কে দেশনায়ক উপাধিতে ভূষিত করেন এবং তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করেন। তার সেনাবাহিনী ব্যর্থ হলেও, তার শৌর্য ও হার না মানার মানসিকতা সবার থেকে আলাদা করে তোলে ভারতবাসীর কাছে । এখন নেতাজির জন্ম দিন কে স্মরণ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও ওড়িশা তে সরকারি ছুটির দিন ঘোষিত হয়েছে (Govt Announces National Holiday In Netaji’s Birth Day)।

তাছাড়া তাকে সম্মান হেতু দমদমের বিমানবন্দরকে এখন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (Netaji Subhas Bose International Airport) নাম করা হয়েছে। অপরদিকে, কলকাতাতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (Netaji Subhas Open University) ও নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ (Netaji Subhas Engineering College) এবং দিল্লিতে নেতাজী সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি (Netaji Subhas Institute Of Technology, Delhi) প্রতিষ্ঠা করা হয়েছে। কলকাতা মেট্রো স্টেশনের মধ্যে দুটি স্টেশনের নাম যথাক্রমে নেতাজি ভবন এবং নেতাজি।

ভারতের স্বাধীনতা লাভে তার অবদানের কথা আমরা চিরকাল স্মরণ রাখবো। আগের অংশ….

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।