বিনোদনভাইরালসর্বশেষ

ঘুষ দিয়ে সিনেমাতে ঢুকে, কিভাবে মানুষের মন জয় করলেন সোনু সুদ

বলিউডের বিখ্যাত অভিনেতা সোনু সুদ তার পুরনো দিনের কথা ব্যক্ত করলেন। তিনি চলে গেলেন তা স্মৃতিচারণায় (Memories Of Actor Sonu Sood)। তিনি বলছিলেন খুব সামান্য পরিমাণ টাকা নিয়ে কত কষ্ট করে মুম্বাইতে পৌঁছেছিলেন।।আর সেই সময়ে তার এত যশ বা খ্যাতি ছিল না। সেই মুহূর্তের কেউই তাকে চিনত না। কারণ তিনি সদ্য উঠে এসেছিলেন অভিনয় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য।

এই করোনা মহামারীর সময়ে মানবিকতার নিদর্শন দেখিয়ে দিচ্ছেন যাচ্ছেন ক্রমাগত। এখন প্রকৃতপক্ষে গরিবের ভগবান সোনু সুদ। তিনি এর আগে পরিযায়ী শ্রমিক দের বাড়ি ফেরানোর বন্দোবস্ত করে দিয়েছিলেন। এছাড়াও তিনি গরীব অসহায় মানুষদের খাবারের বন্দোবস্ত করেছেন। তাছাড়া অসুস্থ রোগীদের পর্যাপ্ত চিকিৎসা করার ব্যবস্থা করার বন্দোবস্ত করে দিয়েছেন। তবে এই সোনু সুদ কে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে অমানুষিক পরিশ্রম করতে হয়েছে। চলুন সংক্ষেপে জেনে নেই তার পরিশ্রমের গল্প।

বলিউডের নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে অভিনেতা সোনু সুদ কে। তিনি একটি ইন্টারভিউতে বলেন,”দীর্ঘ তিন বছর ব্যাপী আমি অনেক জায়গায় অডিশন দিয়েছিলাম। কিন্তু কোথাও চান্স পেলাম না। আমার প্রথমে ধারণা ছিল যে মুম্বাইতে খেলেই হয়তো কোনো না কোনো পরিচালক-প্রযোজক এর সাথে পরিচয় হবে। আর তারা আমাকে একটা সুযোগ করে দেবেন। কিন্তু কয়েক দিনের মধ্যেই আবার ধারণা ভুল বলে প্রমাণিত হলো। তবে কোন সময় আমি নিজের উপর থেকে বিশ্বাস হারাইনি।”

তিনি আরো বললেন,” মাত্র ৫,৫০০ টাকা নিয়ে মুম্বাইতে পাড়ি দেই। আমি প্রথমে ইঞ্জিনিয়ারিং পড়া কমপ্লিট করে বাড়ি চলে গিয়েছিলাম। আর সেই সময় থেকেই মুম্বাই বা ফিল্মসিটিতে আসার ইচ্ছা মনের মধ্যে লুকিয়ে ছিল। কিন্তু বাড়িতে বাবা-মার কাছে সেই কথা ভয়েতে বলার সুযোগ পাইনি। কারণ যদি বাবা-মা কিছু বলেন। তবে আমি মায়ের কাছে সাহস করে বলেছিলাম। আর মা আমাকে অভয় দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মুম্বাইতে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করো বাবা। আমি মায়ের কথা শুনে মুম্বাইতে পাড়ি জমাই।”

তিনি বলে চলেছেন,”আমি অল্প কিছু টাকা নিয়ে মুম্বাইতে এসেছিলাম। কিন্তু কোনদিন বাড়ি থেকে টাকা ধার চাইনি। আমি ভেবেছিলাম একবছরের মধ্যে কিছু না কিছু হয়ে যাবে। কিন্তু চোখের পলকে সময় কেটে যায়। আর প্রথমবার যেদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকি তখন আমাকে ৪০০ টাকা ঘুষ দিতে হয়েছিল। কারণ আমাকে বলেছিল যে যদি আমি ঘুষ না দেই তাহলে আমাকে ঢুকতে দেওয়া হবে না।”

তবে সবশেষে কিন্তু সাফল্যের হাসিটাই হেসেছেন সোনু সুদ। দীর্ঘ লড়াইয়ের পর অভিনেতা সোনু সুদ নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন (Sonu Sood Establishes Himself After A Long Battle)। এই মুহূর্তে গোটা ভারতবর্ষ তাকে একডাকে চেনে। অনেকগুলো বড় বাজেটের সিনেমাতে তিনি অভিনয় করেছেন। আর এই মুহূর্তে মানবিকতার এক দারুন নিদর্শন ক্রমাগত দেখিয়ে চলেছেন তিনি।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।