খবরখেলাফুটবলসর্বশেষ

ফুটবলের কিংবদন্তি পেলে কে ছাড়িয়ে চলে গেলেন মেসি

গোলের দিক থেকে ফুটবলের কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি। মেসি এবার একটি ক্লাবের হয়ে খেলে সব থেকে বেশি গোল করেছেন, এবং গোল করার দিক থেকে পেলের রেকর্ড ছাড়িয়ে চলে গেলেন। ক্লাব বার্সেলোনার তরফ থেকে তিনি যে গোলটি করেছেন সেটি হল ৬৪৪ তম গোল। (World Football News : Lionel Messi beats legendary Pele in terms of the maximum number of goals)

এই গোলটি করেই তিনি সর্বোচ্চ রেকর্ড করে ফেললেন, যে রেকর্ডটি করে তিনি কিংবদন্তি পেলে কেউ পিছনে ফেলে দিয়েছেন। মেসি বার্সেলোনা ক্লাবে শৈশব থেকেই খেলতেন, মেসির জীবনের প্রায় ১৫ বছর এই ক্লাবের সঙ্গে খেলায় তিনি জড়িত। এই ক্লাবের হয়ে খেলায় তিনি সর্বোচ্চ গোল করেন ৬৪৪টি।

মেসি ২০০৫ সালে বার্সার হয়ে প্রথম গোল করেছিলেন তারপর এই ক্লাবের তরফ থেকেই তিনি এখনো অব্দি দশটি লা লিগা শিরোপা এবং সাথে চারটি চ্যাম্পিয়নস লিগে বিজয়ী হয়েছেন। তবে এখন একটাই প্রশ্ন যে আসছে খেলায় মেসি এই ক্লাবে থাকবেন কিনা। জানা গেছে যে খুব তাড়াতাড়ি বার্সেলোনার সঙ্গে মেসির যে চুক্তি হয় সেটি শেষ হবে এবং নতুন বছরের জানুয়ারি মাসে তিনি অন্য দলের হয়ে খেলার জন্য চুক্তি করবেন।

চলতি বছরেই মেসি ঘোষণা করেছিল যে তিনি আর বার্সেলোনাতে খেলবেন না কিন্তু চুক্তির জন্য ক্লাব থেকে তিনি বিদায় নিতে পারেনি। এরপরই এই ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, মেসিকে যদি খেলার জন্য কিনতে হয় তাহলে ৭০ কোটি ইউরো দিয়ে তারপর কিনতে হবে ।

মেসি জানায় যে, গরমের সময়ে তিনি বেশ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, তবে তিনি আবার তার খেলার ফর্মে ফিরে আসছেন বলে জানিয়েছেন। স্প্যানিশ লিগের তালিকায়, পয়েন্ট এর দিক থেকে বেশ পিছিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু এবারে মেসির দুর্দান্ত খেলার জন্য পয়েন্ট এর দিক থেকে বার্সেলোনা এল প্রায় পাঁচ নম্বরে । (Leo Messi on Barcelona)

Lionel Messi beats legendary Pele in terms of the maximum number of goals
ফুটবলের কিংবদন্তি পেলে কে ছাড়িয়ে চলে গেলেন মেসি (Credit : @leomessi on Instagram)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।