এ বাবা ! মিষ্টি দর্শনা বণিক কত বড় হয়ে গেছে !
ইতিমধ্যে 26 বছর বয়সী এই মডেল তথা অভিনেত্রী বাংলা এবং তেলেগু সিনেমায় প্রচুর কাজ করে ফেলেছেন। তিনি প্রকৃতপক্ষে কালার্স, ভোডাফোন এবং বোরোলিন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে তিনি বিনোদন জগতে এক পরিচিত নাম। সত্যি কথা বলতে কি মিষ্টি মেয়েটা খুব বড় হয়ে গিয়েছে ! (Tollywood Xossip : Little Darshana Banik becomes a perfect women)
তিনি ইনস্টাগ্রামে ভালোই একটিভ থাকেন। এইতো সেদিন লাল রংয়ের টপ পড়ে একটি ফটো দিলেন। আর সেই ফটো নেট জনতাদের নজর কেড়ে নিল। একজন কমেন্ট করলেন,”লুকিং গর্জিয়াস বন্ধু।” অন্য একজন লিখলেন,”রেড হট।”
প্রকৃতপক্ষে মডেল তথা অভিনেত্রী দর্শনা যে দিন দিন আরো লাস্যময়ী হয়ে উঠেছেন তা বলাই বাহুল্য। অপরদিকে আরও অনেকে বিভিন্ন গরম কমেন্ট করেছেন। একজন বলেছেন,”ভেরি ভেরি হট এন্ড স্পাইসি।” তো পাঠকেরা আপনারাও দেখুন সত্যি সত্যি কি দর্শনা কে দেখে ঝাল লাগছে আপনাদের ?
অপরদিকে রবিবারে পুনরায় আরেকটি ফটো পোস্ট করলেন। এই ফটোতে তার পরনে রয়েছে সাদা রঙের টপ এবং জিন্সের হাফপ্যান্ট। আর তিনি ক্যাপশনে লিখেছেন,”আলো ছড়িয়ে পড়ুক।”

আর এই ফটোতে তাকে ভীষণ মিষ্টি লাগছে। সুমন জানা নামে এক ব্যক্তি কমেন্ট করলেন,”কত মিষ্টি তুমি!” আরো এরকম অনেক ব্যক্তি সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে দিয়েছেন। তো আপনাদের কি মতামত তা অবশ্যই জানান।