কলকাতাখবররাজ্যসর্বশেষ

Local Train News : আগামীকাল বুধবার থেকে চালু লোকাল ট্রেন ! ভীড় নিয়ে কপালে ভাঁজ রেল কর্তৃপক্ষের

Local Train News : স্টাফ স্পেশাল ট্রেন চালু হওয়ার পর ঠিক একই ছবি দেখতে পাওয়া গিয়েছিল। সোমবার বিকাল চারটে নাগাদ হাওড়া স্টেশনে দেখা গেল একটা মাছি গলার জায়গা পর্যন্ত নেই। আর সেখান থেকে আরপিএফ উধাও। দূরত্ব বৃদ্ধি পালনের বালাই পর্যন্ত নেই। তবে এখন জনগণের জন্য রেল চালু হতে চলেছে। তাহলে কি পরিস্থিতি দাঁড়াতে পারে এখন ? (local train will run from tomorrow and authorities are in tension)

প্রকৃতপক্ষে রেল কর্তৃপক্ষের জন্য এক অগ্নিপরীক্ষা হতে চলেছে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে সুরক্ষা বলয় সহ আরও বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। তবে যাই করা হোক না কেন গোটা ব্যাপারটা নির্ভর করছে যাত্রীদের সচেতনতার উপরে।

অপরদিকে এক স্টেশন মাস্টার জানালেন তার নিজের অভিজ্ঞতার কথা। তিনি এক কথায় স্বীকার করলেন,”দাড়িয়ে দেখা ছাড়া আমাদের কিছু করার নেই। বল প্রয়োগের কোন প্রশ্নই ওঠে না।” অবশ্য তিনি আশা রাখছেন যে যাত্রীরা একটু সচেতন হলে আখেরে লাভই হবে।

পরিসংখ্যান অনুসারে, মেট্রোতে যাতায়াতকারী 60,000 যাত্রীদের ধরা হলে ট্রেন স্টেশন দমদমে প্রতিদিন লাখের উপরে যাত্রী যাতায়াত করে। স্বাভাবিকভাবেই প্রবল ভিড়ে ঠাসা ঠাসি অবস্থা শুরু হয়ে যায় এখানে। আর অল্প কয়েকজন আরপিএফ এবং স্টেশনের কয়েকজন রেল পুলিশের পক্ষে এই ভিড় সামাল দেওয়া এক কথায় অসম্ভব।

অপরদিকে দমদম স্টেশনের এক কর্মী জানালেন,” সাধারণত এক একটা লোকাল ট্রেনে ১৫০০ যাত্রী উঠতে পারেন। তবে সেখানে সাধারণত ৩৫০০ যাত্রী উঠে থাকেন। এখন হয়তো কোভিড রোগের কারণে কম যাত্রী তোলা হবে। তা সত্ত্বেও হাজারখানেক লোক রেল স্টেশনে চলে আসলে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে তা সত্যিই একটা চিন্তার বিষয়। অপরদিকে দমদমে মেট্রো স্টেশন থাকায় ভিড় সামাল দেওয়া আরো দুষ্কর।’

local train will run from tomorrow and authorities are in tension
আগামীকাল বুধবার থেকে চালু লোকাল ট্রেন ! ভীড় নিয়ে কপালে ভাঁজ রেল কর্তৃপক্ষের

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।