খবরভাইরালরাজনীতিরাজ্যসর্বশেষ

নবান্ন অভিযানে নিখোঁজ দীপক পাঁজা, খুঁজে পাওয়া গেলো বালি স্টেশনে, অসংলগ্ন অবস্থায়

নবান্ন অভিযান এগিয়েছিল দীপক পাঞ্জা নামে এক ব্যক্তি তিনি বামেদের হয়ে নবান্ন অভিযানে গিয়েছিল, তারপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নানান জায়গায় তার পরিবারের তরফ থেকে খোঁজার চেষ্টা করা হয়েছে কিন্তু কোথা থেকে ও তার কোন খোঁজ পাওয়া যায়নি। অবশেষে কিছুদিন পর তাকে খুঁজে পাওয়া গেল বালি স্টেশন থেকে। (Lost in Nabanna obhijan, Deepak Panja found as senseless condition)

দীপক পাঁশকুড়ার বাসিন্দা। দীপককে খুঁজে পাওয়ার পর নিয়ে আসা হয় হাওড়ায় সিপিআই এম এর একটি অফিসে। দীপক এর খোঁজ যখন পাওয়া যাচ্ছিল না তারপরে পুলিশ তদন্তে নেমে ছিল এবং শহরের যত সমস্ত সিসিটিভি ফুটেজ ছিল সেগুলোকে নজর করা হচ্ছিল কিন্তু কিছুতেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না, কিন্তু অবশেষে তার খোঁজ পাওয়া গেল।

তাকে খুঁজে পাওয়ার জন্য পোস্টার তৈরি করা হয়েছিল এবং বিভিন্ন এলাকায় লাগানো হয়। এর পরেই পুলিশের কঠোর পরিশ্রমের মাধ্যমে দীপক বাবুকে খুঁজে পাওয়া যায়। দীপক বাবু কোথায় ছিলেন এবং তিনি কার সঙ্গে ছিলেন সে বিষয়ে কোনো কিছুই জানা যায়নি। দীপককে উদ্ধার করার পর চিকিৎসা করা হয়েছে।

কেনই বা তিনি বালি স্টেশনে ওরকম ভাবে ছিলেন সে বিষয়ে কোন কিছু জানা যায়নি দীপক এর কাছ থেকে। দীপককে যে সময় পাওয়া গিয়েছিল সেই সময় তিনি অনেকটা অসংলগ্ন অবস্থায় ছিলেন। কোন কিছুই তিনি বলতে পারছিলেন না। বর্তমানে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা চলছে।

lost in nabanna obhijan deepak panja found as senseless condition
নবান্ন অভিযানে নিখোঁজ দীপক পাঁজা, খুঁজে পাওয়া গেলো বালি স্টেশনে, অসংলগ্ন অবস্থায়