কলকাতাবিনোদনসর্বশেষ

নিউ-নরম‍্যালে নতুন প্রেমের গল্প বুনেছে “লাভ এন্ড দ্য সিটি”

৩৬৫ রিপোর্টার-এর সাংবাদিক তিথি দাসের সাথে সাক্ষাৎকারে “লাভ অ্যান্ড দ‍্য সিটি”-এর গোটা জার্নি নিয়ে কথা বললেন অভিনেতা-অভিনেত্রী সৌরভ বিট্টু ও রিতিশা গাঙ্গুলী এবং স্টোরি বেসড্ মিউজিক ভিডিওর পরিচালক ও সিনেমাটোগ্রাফার অভিজিৎ নাথ (Director Avijit Nath And Actor(s) SDB & Ritisha Share Their Total Journey About “Love And The City” With Journalist Of 365 Reporter Bangla Named Tithi Das)।

করোনা আবহের মধ্যে সম্প্রতি ২৪ আগস্ট চলে গেল শহর কলকাতার জন্মদিন। শহরের জন্মদিন নিয়ে নানা বিতর্ক থাকলেও সোশ্যাল মিডিয়া কিন্তু ভেসে গিয়েছে শহরের জন্মদিনের ‘উইশ’-এ। শহর কলকাতা যে শহরবাসীর কাছে কতটা প্রিয় তা বলার অপেক্ষা রাখে না। শহরের জন্মদিনে শহরকে নিয়ে তৈরি করা স্টোরি বেসড্ মিউজিক ভিডিও “লাভ অ্যান্ড দ্য সিটি” লঞ্চ করে তিলোত্তমাকে শুভেচ্ছা জানিয়েছেন উঠতি পরিচালক ও সিনেমাটোগ্রাফার অভিজিৎ নাথ। তবে সাধারণ মিউজিক ভিডিওর থেকে যা বহুগুণে অভিনব। এই স্টোরি বেসড্ মিউজিক ভিডিও বহুদিনের বন্ধুত্ব প্রেমে পরিণতি পাওয়ার গল্প বুনেছে।

করোনা আবহে জেরে মানুষের ঘরবন্দি থাকার পাশাপাশি প্রেমও শুধুমাত্র ভার্চুয়াল মাধ্যমে বন্দি হয়ে রয়েছে। সেরকমই “লাভ এন্ড দ্য সিটি”-তে সৌরভ বিট্টু ও রিতিশা গাঙ্গুলী‌র অনস্ক্রিন কেমিস্ট্রি ফুটে উঠেছে পরিচালক অভিজিৎ নাথের হাত ধরে। দুই বন্ধুর লকডাউনে বহুদিন দেখা না হওয়া এবং লকডাউনের একাকীত্বের মধ্যে নিজেদের অজান্তে বন্ধুত্ব প্রেমে পরিণত হওয়ার ঘটনা নিয়েই গল্প আবর্তিত হয়েছে। নিউ-নরম‍্যাল পর্বে প্রেমিক যুগলের বহুদিন পর দেখা হ‌ওয়ার ঘটনাই মূলত প্রাধান্য পেয়েছে এই গল্পে।

a scene from love and the city
“লাভ অ্যান্ড দ‍্য সিটি” সিনেমার একটি দৃশ্যে সৌরভ এবং রিতিশা

“লাভ অ্যান্ড দ্য সিটি” এই স্টোরি বেসড্ মিউজিক ভিডিওর অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে শহর কলকাতা। যেখানে বিরাট অংশ জুড়ে রয়েছে উত্তর কলকাতার কলেজস্ট্রীট এলাকা। এছাড়াও হেদুয়া, প্রিন্সেপ ঘাট, ও ইকোপার্কের বিভিন্ন জায়গায় শ‍্যুট করা হয়েছে। এই স্টোরি বেসড্ মিউজিক ভিডিওতে অসংখ্য গানের ব্যবহার করা হয়েছে। সমগ্র স্টোরি বেসড্ মিউজিক ভিডিও জুড়ে বিভিন্ন গানের ব্যবহার করে গল্প বোনা হয়েছে। অসাধারণ ক্যামেরার কাজ, লোকেশন, অভিনেতা-অভিনেত্রীর অভিব্যক্তি ও অভিনয় নজর কাড়বে দর্শকের।

সৌরভ বিট্টু ও রিতিশা গাঙ্গুলী জুটি হিসেবে এই প্রথম কাজ করছেন অভিজিৎ নাথের সাথে। “লাভ অ্যান্ড দ‍্য সিটি”তে জুটি হিসেবে প্রথম কাজ করায় সৌরভ ও রিতিশা উভয়েই জানালেন, দুজনের একসঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। স্বতঃস্ফূর্তভাবে দুজনেই কাজ করেছেন। একে অপরের সাথে বোঝাপড়া ভালো থাকায় কাজের ক্ষেত্রে অসুবিধা হয়নি। কলকাতার একাধিক জায়গায় শ‍্যুটিং হওয়ায় দীর্ঘদিন ধরে গৃহবন্দি থাকার পর বাইরে বেরিয়ে শুটিং-এর অভিজ্ঞতা যে খুবই ভালো, তা জানালেন “লাভ অ্যান্ড দ‍্য সিটি”-র অভিনেতা-অভিনেত্রী দুজনেই।

অভিনেতা সৌরভ বিট্টু এর আগে কাজ করেছেন “হামি”, “বিবাহ অভিযান”, “ভিঞ্চি দা”র মতো জনপ্রিয় সিনেমায় (In Earlier, Sourav Bittu Takes A part In Some Of The Popular Movies Like Haami, Bibaho Avijan, Vinci Da Etc)। এছাড়া হইচই প্ল‍্যাটফর্মে “মন্টু পাইলট”, “রহস্য-রোমাঞ্চ ২”-এর মত ওয়েব সিরিজে কাজ করেছেন। অভিনেত্রী রিতিশা গাঙ্গুলী এর আগে কাজ করেছেন “কে তুমি নন্দিনী”, “ডুবুরি” সিনেমা এবং একাধিক বাংলা সিরিয়ালেও। করোনা আবহের মধ‍্যে দুই অভিনেতা-অভিনেত্রীর হাতে বেশ কয়েকটি কাজ থাকলেও বর্তমান পরিস্থিতির জন্য এখনই কিছু নির্দিষ্ট নয় বলে জানালেন সৌরভ ও রিতিশা দুজনেই।

avijit nath the director of love and the city
“লাভ অ্যান্ড দ‍্য সিটি”-এর পরিচালক অভিজিৎ নাথ

পরিচালক অভিজিৎ নাথের সঙ্গে কথা বলে জানা গেল, লকডাউনের সময় গৃহবন্দি প্রেমিক যুগলদের কিভাবে একাকীত্বে সময় কাটছে বা যুগলরা একে অপরকে ঠিক কতটা মিস করছেন। সেই কনসেপ্ট থেকে কিছু করার কথা পরিচালকের মাথায় আসে। অবশেষে ১৪ আগস্ট একদিনের শ‍্যুটিংয়ে এবং তারপর সম্পাদনার পর “লাভ এন্ড দ্য সিটি” মুক্তি পায় শহর কলকাতার জন্মদিন চব্বিশে আগস্টে।

পরিচালক অভিজিৎ নাথ এর আগে “অসমাপ্ত” ও “গলদা চিংড়ি” নামে দুটি শর্টফিল্মে ডিওপি এবং “পুজো আসা মানে” নামে একটি মিউজিক ভিডিওতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। ভবিষ্যতে মেইনস্ট্রিম সিনেমাতে ডিওপি অথবা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার আশা রাখেন পরিচালক অভিজিৎ নাথ। ইতিমধ্যেই ফেসবুকে পোস্ট হওয়া অভিজিৎ-এর নতুন স্টোরি বেসড্ মিউজিক ভিডিও “লাভ অ্যান্ড দ্য সিটি” বহু দর্শক দেখে ফেলেছেন। বহু দর্শক প্রশংসা করে জানিয়েছেন তাদের মতামত।

পরিচালক অভিজিৎ নাথ প্রসঙ্গে অভিনেতা সৌরভ বিট্টু ও অভিনেত্রী রিতিশা গাঙ্গুলী জানিয়েছেন, পেশাগতভাবে পরিচালক খুবই কড়া প্রকৃতির। তবে এরকম নতুন ধরনের কাজ করতে পেরে দুজনই বেশ খুশি এবং সন্তুষ্ট তা প্রকাশ পেয়েছে দুজনের কথাতেই। এরপর ভবিষ্যতে অভিজিৎ নাথের কাছ থেকে আরও ভালো কাজ আশা করছেন অভিনেতা অভিনেত্রী দুজনেই। ৩৬৫ রিপোর্টারের পক্ষ থেকেও আরো ভালো কাজের জন্য শুভেচ্ছা রইল গোটা “লাভ এন্ড দ্য সিটি”-এর টিমকে।