খবরবিনোদনসর্বশেষ

উত্তমকুমারকে পাননি বলে চিরজীবন একাই কাটিয়ে দিয়েছিলেন সাবিত্রী – Uttam Sabitri Romance

উত্তম কুমারের প্রেমে পাগল হয়নি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যায় না। ছোট থেকে বড় সব নারীরাই সুদর্শন এই পুরুষকে মন দিয়ে ফেলেছিল। তার মৃত্যুর এতদিন পরেও যেন তাকে একবার দেখলে মনের ভেতর আকুলি-বিকুলি করতে থাকে। তার প্রেমে এতটাই পাগল ছিলেন সকলে, তার সিনেমা দেখার জন্য দূর দূর থেকে মানুষ ভিড় জমাতো প্রেক্ষাপটে। (Tollywood Xossip : Mahanayak Uttam Kumar Sabitri Chatterjee love story premer kahini)

অভিনয় জগতে তিনি সবথেকে বেশি সিনেমা করেছিলেন সুচিত্রা সেনের সঙ্গে। সুচিত্রা এবং উত্তম কুমারের ভালোবাসা যেন তখনকার মানুষের মনে চিরকালের জন্য দাগ কেটে গিয়েছিল। সুচিত্রা সেন ছাড়াও সুপ্রিয়া দেবীর সঙ্গে বহু সিনেমা করেছেন উত্তম কুমার। তবে আরও একজনের কথা না বললেই নয় তিনি হলেন, সাবিত্রী দেবী। উত্তম কুমারের সঙ্গে তাঁর অভিনীত সিনেমা আমাদের মুগ্ধ করে। (Uttam Kumar ke pan ni bole sara jibon ekai katiye diyechilen Sabitri Chatterjee)

সাবিত্রী দেবী ১৯৩৭ সালের একুশে ফেব্রুয়ারি জন্ম নেন খুবই সাধারণ পরিবারে। পাশের বাড়ি, বসু পরিবার, সুভদ্রা এই সিনেমা গুলিতে অভিনয় করেন তিনি।প্রথম সিনেমা জগতে পদার্পণ করেন এই সিনেমার মধ্যে দিয়ে। তারপর একের পর এক অসাধারণ সিনেমা আমাদের উপহার দিয়েছেন তিনি। ধন্যি মেয়ে থেকে শুরু করে মৌচাক, অবাক পৃথিবী থেকে শুরু করে গৃহদাহ, সবেতেই একাধারে কাজ করে গেছেন সাবিত্রী।

মহানায়কের সঙ্গে অভিনয় করার সময় তাকে মন দিয়ে ফেলেন সাবিত্রী দেবী। এক সাক্ষাৎকারে সাবিত্রী দেবী জানিয়েছিলেন, “আমি সংসার করিনি তার জন্য কোনো আফসোস নেই আমার। আমি আমার দিদির ছেলেপুলেদের মানুষ করেছিলাম। সকলেরই সংসার রয়েছে। তারা আজকে অনেক বড় হয়েছে। আমি জানি একবার ডাকলেই তারা আমার কাছে আসবে। কিন্তু আমি তাদের বিরক্ত করতে চাইনা। এত বড় বাড়িতে তার কোন সংগী নেই বলে বড্ড বেশি একা লাগে আমার।”

বার্ধক্য জীবনে এসে তার অবসরের সঙ্গী শুধুমাত্র বই। একসময় প্রচন্ড কষ্টে জীবন কেটে ছিল তার। ১০ বছর বয়সী ছোট্ট মেয়েটি ভর্তি হয়েছিল ক্লাস থ্রিতে। তারপর আধপেটা খেয়ে ও পড়াশুনা চালিয়ে গেছেন তিনি। তবে অভিনয় জগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অভিনয় দেখে স্বয়ং উত্তম কুমার পর্যন্ত বলতেন যে, সাবিত্রী এত ভাল একজন অভিনেত্রীর যে, কখন কি করে দেবে বলা মুশকিল।

প্রসঙ্গত উল্লেখ্য, জীবনের সায়ান্নে এসেও সুবর্ণলতা, অন্দরমহলের মত ধারাবাহিকে অভিনয় করে গেছেন তিনি।