কলকাতাখবররাজ্যসর্বশেষ

এইবার নতুন রূপে সজ্জিত হবে মাঝেরহাট ব্রিজ

মাঝেরহাট ব্রিজটি দক্ষিণ কলকাতার পার্শ্ববর্তী আলিপুরের মাঝেরহাটে অবস্থিত। এই ব্রিজটি দক্ষিণাঞ্চলীয় শহরতলীকে বেহালার মাধ্যমে শহরের অন্যান্য অংশের সাথে যুক্ত করার একটি প্রধান এবং অন্যতম রাস্তা হিসাবে জানা যায় (ডায়মন্ড হারবার রোড)। এটি জাতীয় মহাসড়কের ১২ অংশের মধ্যে একটি অন্যতম প্রধান অংশ (Majerhat bridge is in Alipore, Majerhat beside South Kolkata. It is an important part of NH-12 and connects Behala to other cities through Diamond Harbour Road)।

এই ব্রিজ টি হওয়ার ফলে মানুষের সুবিধা অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ হলো বিপর্যয়! বছর দুই আগে হঠাৎই তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ল এই ব্রিজ।

শুধু ব্রিজ ভেঙে পড়া পর্যন্ত ঘটনা টি আটকে ছিল না, সাথে অনেক মানুষ আহত এবং কিছু মানুষের মৃত্যু ও হয়েছিল যেটা ছিল চরম শোকের বিষয়। কোনো হঠাৎ এরকম হলো সে বিষয়ে অনেক তদন্ত করা হয়েছিল বহু দিন ধরে। থেমে গিয়েছিল যানবাহন চলাচল। দেখা দিয়েছিল এক ভয়ংকর আতঙ্ক।

majerhat bridge new decoration
মাঝেরহাট ব্রিজ নতুন করে উন্নত প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে (ফটো ক্রেডিট: YouTube channel of Vishal music and vlog)

তবে এইবার মাঝের হাট ব্রিজ কে সাজানো হচ্ছে নতুন ভাবে। বিপদ এড়াতে এইবার নজর দেওয়া হচ্ছে ব্রিজ -এর ক্ষমতার উপর (Majerhat bridge constructed in a new way)।

এইবার ৮৪ টি কেবলের উপর থাকবে লাইনের অংশ, সাথে নেওয়া হচ্ছে কিছু আধুনিক ব্যবস্থা। যেসব কেবল গুলোর উপর লাইনের অংশ থাকবে সেই সব কেবলে থাকবে আধুনিক কিছু যন্ত্র। এই যন্ত্র গুলোর মাধ্যমে ব্রিজ তৈরি করা অধিকারীকদের কাছে পৌঁছে যাবে বিপদ -এর সংকেত।

যদি কোনো ভারী যানবাহন সেই ব্রিজের উপর দিয়ে চলে, এবং সেই ব্রিজ যদি সেই ওজন বহন করতে না পারে তবে সেই যন্ত্রাংশের মাধ্যমে ব্রিজ তৈরি করা আধিকারিকদের কাছে মোবাইল এর মাধ্যমে পৌঁছে যাবে বিপদের সংকেত।

ইতিমধ্যেই সেই যন্ত্র বসানোর কাজ শেষ হয়েছে। ব্রিজের আয়তন আগের থেকে অনেকটাই বেড়েছে। আশা করা যাচ্ছে এখন এই ব্রিজে যানজটের সংখ্যা কিছুটা হলেও কমবে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।