খবরবাংলাদেশসর্বশেষ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হলো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে

আজ দিনটি মহান বিজয় দিবস নামে পরিচিত। ১৬ ই ডিসেম্বর বাঙ্গালীদের কাছে এক মনে রাখার মতো দিন। এই দিনটিতে বাঙালিরা তাদের নিজেদেরকে এক সম্মানীয় জাতি বলে প্রতিষ্ঠা করতে পেরেছিল বাংলার বুকে। (Major General Ahmed Chowdhury pays tribute to the National memorial on behalf of President and Prime Minister Sheikh Hasina in the Liberation Day of Bangladesh- 16th December)

লক্ষ লক্ষ বীরের রক্তের বিনিময় এবং লক্ষ লক্ষ মা বোনেদের সম্মানের বিনিময় অবশেষে বিজয়ী হতে পেরেছিল বাঙালি জাতি। বিজয় দিবস ৪৯ তম বার্ষিকীতে পা দিলো। একদিন কঠিন লড়াই করে বাঙালি জাতি তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলো।

এই দিনটিকে বাঙালি চিরস্মরণীয় করে রাখবে। বাংলাদেশের মাটিতে এই দিনটিতেই বাঙালি তাদের সম্মান অক্ষুন্ন রাখার অধিকার পেয়েছিল। এই দিনটিতে বাংলাদেশ পালন করা হয় মহান বিজয় দিবস। ১৬ই ডিসেম্বর অর্থাৎ বুধবার সকালবেলাতে সাড়ে ছটার সময় জাতীয় স্মৃতিসৌধের সম্মান জানানোর জন্য আসেন রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত থাকতে না পারলেও তার তরফ থেকে সম্মান জানাতে আসেন তার সচিব মেজর জেনারেল আহমেদ চৌধুরী। সশস্ত্র বাহিনীর মাধ্যমে শহীদদের সম্মান জানানো হয়। সম্মান জানানোর সময় বেজে ওঠে বিউগলে এক করুন সুর। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তরফ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এরপরেই জনসাধারণের জন্য শহীদদের শ্রদ্ধা সুযোগ করে দেওয়া হয়। সমাজের নানা স্তরের মানুষেরা শহীদদের ফুল নিবেদন করে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সেখানে উপস্থিত না থাকতে পারলেও তাদের তরফ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তাদের সচিবরা।

Major General Ahmed Chowdhury pays tribute to the Nationall memrial on behalf of President and Prime Minister
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হলো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে (Internet photo)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।