বিনোদনরাজ্যসর্বশেষ

দেখুন সিনেমা হল খোলা সম্পর্কে কি ঘোষণা দিলেন মমতা ব্যানার্জি ?

এই মুহূর্তে করোনা রোগের জেরে বিপর্যস্ত ভারত। আর এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রতিটি রাজ্য সরকার এবং প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। আর এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক ধাপ এগিয়ে থাকলেন। আপনারা প্রত্যেকেই হয়ত জানেন যে মমতা ব্যানার্জি ভীষণ সংস্কৃতিমনস্ক। আর তিনি বাংলার সিনেমা হল গুলি খুলে দেওয়ার ব্যাপারে বিশেষ ঘোষণা দিলেন (365 Reporter Bangla Tollywood News : Mamata Banerjee and announces to open cinema halls in West Bengal)।

আসলে মুখ্যমন্ত্রী চাইছেন বাংলার জনজীবন আবার অনেকটা আগের মত ফিরে আসুক। তাই তিনি ঘোষণা করলেন যে, অক্টোবর মাসের 1 তারিখ থেকে সিনেমা হল গুলি খুলে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে। তাছাড়া যাত্রা, গান বাজনার অনুষ্ঠান, নাচ, গান, আবৃত্তি প্রভৃতি বিনোদনমূলক কার্যক্রম শুরু করার কথা ঘোষণা করে দিলেন। তবে এর সঙ্গে কিছু নিয়মকানুন রয়েছে। চলুন সেগুলো জেনে নেই এক এক করে।

মমতা ব্যানার্জি জানালেন,”জনগণের মধ্যে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে দিতে হবে। তাই সামনের পয়লা অক্টোবর থেকে যাত্রা, নাটক, মুক্ত মঞ্চ, সিনেমা আর সমস্ত গান-বাজনার কার্যক্রম, নাচ, আবৃতির অনুষ্ঠান চালু করার অনুমতি দেওয়া হচ্ছে। তবে উপরে বলা সবগুলো জায়গাতেই সর্বাধিক 50 জন ব্যক্তি বা তার থেকে কম সংখ্যক মানুষ অংশগ্রহণ করতে পারবেন। প্রত্যেককে সোশ্যাল ডিসটেন্স কিংবা সামাজিক ব্যবধান মেনে চলতে হবে। এর সাথে প্রত্যেককে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক।”

Mamata Banerjee is keeping her speech
মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখছেন (ফটো ক্রেডিটঃ ইনস্টাগ্রাম)

প্রসঙ্গত, করোনা মহামারীর কারণে একপ্রকার বাধ্য হয়ে গোটা ভারতে লকডাউন ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে। আর এর ফলে বিভিন্ন ক্ষেত্রসহ বিনোদন জগতের শিল্পী এবং অন্যান্য কারিগরগণ প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন। মোটের উপর বিনোদন জগতে এক অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে (Cinema of West Bengal suffers a huge loss due to lockdown)। কিছুটা আনলক হওয়ার পর, বিভিন্ন বড় বড় ব্যক্তিগণ এবং বিভিন্ন মহল সমস্ত প্রকার নিয়ম-কানুন মেনে বিনোদনমূলক কার্যক্রম চালু করার দাবি তুলেছিলেন।

অপরদিকে সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র (Famous artist Lopamudra Mitra elaborates the poor conditions of artists to the Chief Minister) মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করেছিলেন, বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকা মানুষের দুরবস্থার প্রসঙ্গ নিয়ে। অপরদিকে দীর্ঘকাল যাবৎ সিনেমা হল না খোলার দরুন হল মালিকগণের প্রভূত ক্ষতি হয়ে গিয়েছে। আর স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জির এই অ্যানাউন্সমেন্ট এর ফলে বিনোদন জগতের আর্থিক সমস্যা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন বলে বিশ্বাস সকলের।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।