খবরভাইরালরাজনীতিরাজ্যসর্বশেষ

“আমার উপর পরিকল্পনা মাফিক হামলা করা হয়েছে,” – মমতা ব্যানার্জি ব্যথায় কাতরাতে কাতরাতে বললেন

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আহত হয়েছেন। মমতা ব্যানার্জিকে আঘাত করা হয়েছে, তৃণমূলের পক্ষ থেকে এটাই বলা হয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে, “মমতা ব্যানার্জির ওপর যে এরকম একটি আক্রমণ হবে সেটা আগে থেকে পরিকল্পনা ছিল।” (Breaking News : CM Mamata Banerjee injury live update news in Nandigram, Purba Medinipur, West bengal)

মমতা ব্যানার্জির ওপর হামলা করা হয়েছে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে কমিশনের কাছে। পার্থ চট্টোপাধ্যায় সকলের উদ্দেশ্যে জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে গুরুতর আহত হয়েছেন সেটা যদি বিশ্বাস না হয় কারো তবে হাসপাতালে গিয়ে দেখে আসতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গিয়েছিলেন নন্দীগ্রামে। (Mamata Banerjee Injury Live photos, videos, images, news, people)

সেখানেই তার ওপর হামলা চালানো হয় বলে সকলে অভিযোগ করেছেন। পায়ে এবং কোমরে চোট লেগেছে। নন্দীগ্রাম থেকে অসুস্থ অবস্থায় মমতা ব্যানার্জি কলকাতায় আসেন এবং তারপর তাকে এস এস কে এম এ ভর্তি করা হয়। (Mukkho Mantri Mamata Banerjeer upor Hamla – Paye o komore chot)

অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন যে,”২রা মে বাংলার মানুষ কি চায় সেটা সকলেই জেনে যাবেন”। এছাড়াও তৃণমূল কংগ্রেস একটি টুইট করেছেন এবং যেখানে হয়েছে যে,”সব পরিকল্পিত। বারেবারে মমতা ব্যানার্জির মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলেছে। সে যখন কৃষকদের দাঁড়িয়ে ছিল সেই সময়কে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি কিছুতেই থেমে থাকেননি”। (Abishek Banerjee Tweet on mamata Banerjee Injury)

মমতা ব্যানার্জির উপর হামলা নিয়ে তৃণমূল কংগ্রেস কমিশনের কাছে অভিযোগ জানাতে যায়, জানা গেছে যে বিজেপি কমিশনের কাছে উল্টো অভিযোগ করতে যাচ্ছেন। বিজেপি দাবি করেছে সমস্ত ঘটনার তদন্ত করার জন্য। নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে আক্রমণ করার জন্য মেদিনীপুর জেলা পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করেছেন। এই মামলায় ঋজু হয়েছে অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তির বিরুদ্ধে।

মমতা ব্যানার্জি এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। চিকিৎসকের সূত্রে খবর পাওয়া গেছে যে মমতা ব্যানার্জির লিগামেন্টে আঘাত রয়েছে এবং পায়ের পাতাতে চির দেখা দিয়েছে। মমতা ব্যানার্জিকে ৪৮ ঘন্টা অবজারভেশনে রাখা হবে বলে জানা গেছে চিকিৎসকের সূত্রে। তবে, সকাল বেলাতে চা-বিস্কুট তিনি খেয়েছেন। তার রক্তের কিছু পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

mamata banerjee injury live update news in nandigram, purba medinipur
“আমার উপর পরিকল্পনা মাফিক হামলা করা হয়েছে,” – মমতা ব্যানার্জি ব্যথায় কাতরাতে কাতরাতে বললেন