কলকাতাখবররাজ্যসর্বশেষ

“হেলমেট কেনার সামর্থ্য নেই? পাওয়া যাবে পুলিশের তরফ থেকে”- মমতা বন্দ্যোপাধ্যায়

রাস্তাঘাটে এক্সিডেন্ট এর পরিমাণ সবসময় অব্যাহত। চার চাকা থেকে শুরু করে বাইক সমস্ত কিছুতেই রাস্তায় এক অজানা বিপদ সবসময় তাড়া করে বেড়ায়। কিন্তু এই সমস্ত অজানা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু নিয়মকানুন থাকে,যা অনেকেই মানে এবং অনেকেই মানেন না। যারা মানেন তারা হয়তো সেই জন্য কিছুটা রক্ষা পেয়ে থাকে। (Mamata Banerjee will give free helmets who are unable to buy and who passes Majerhat aka Jai Hind Bridge)

বাইক এক্সিডেন্ট প্রতিনিয়ত ঘটে থাকে সেটা ছোট হোক কিংবা বড়, সরকার থেকে হেলমেট পরা বাধ্যতামূলক করে দিলেও সেই নিয়ম মানে না কেউ। তবে এইবার হেলমেট নেই , অথবা হেলমেট কেনার সামর্থ নেই? যাই হোক না কেন তাদের হেলমেট দেয়ার দায়িত্ব দেওয়া হলো পুলিশদের, এরকমই নির্দেশ দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে।

দুই বছর তিন মাস পর আবার জয় হিন্দ সেতু বা মাঝেরহাট সেতু উদ্বোধনে যান মন্ত্রী এবং সেখানেই তিনি এই ঘোষণা করেন। মাঝেরহাট সেতু উদ্বোধন করার সময় তিনি বাইক আরোহীদের বাইক হেলমেট পরে চালানোর পরামর্শ দেন এবং বলেন যে হেলমেট সর্বদা পড়তে কারণ হেলমেট পড়লে বিপদ এড়ানো সম্ভব হয়।

করোনা পরিস্থিতির জন্য মাস্ক পরা অপরিহার্য হলেও অনেকে এখনও নির্দিধায় মাস্ক না পড়ে বাইরে বেরোয় এবং এই কাজের জন্য জরিমানা দেওয়া নেওয়া হয় অনেক জায়গাতেই।

তিনি এই মাঝেরহাট ব্রিজ উদ্বোধন করতে এসে বলেন যে, “নিজেদের সুরক্ষা করার জন্যই নিজেরা হেলমেট ব্যবহার করুন। যদি মাথা রক্ষা পায় তাহলে আপনারা বড় কোন ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। যে পরিবারে একটি ঘটনা ঘটে তারাই একমাত্র বুঝতে পারে তার পরিণাম”।

তিনি এই দিন ঘোষণা করেন যে, মাজেরহাট ব্রিজ দিয়ে হেলমেট না পড়ে কেউ বাইক, বাইক স্কুটি চালায়,তবে পুলিশের তরফ থেকে তাদের হেলমেট দেওয়া হবে। যাদের হেলমেট কেনার ক্ষমতা নেই তাদের কেউ হেলমেট দেওয়া হবে পুলিশের তরফ থেকে।

Mamata Banerjee will give free helmets who are unable to buy and who passes Majerhat aka Jai Hind Bridge
“হেলমেট কেনার সামর্থ্য নেই? পাওয়া যাবে পুলিশের তরফ থেকে”- মমতা বন্দ্যোপাধ্যায় (Symbolic Photo)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।