দিলীপ ঘোষকে মমতা দিদি ফোনে বললেন সুস্থ থাকার টিপস
দিলীপ ঘোষ হলেন বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি ,অপর দিকে মমতা ব্যানার্জি হলেন শাসকদলের প্রধান এবং আমাদের সকলের মুখ্যমন্ত্রী। এককথায় বলা যায় দুজনার রাজনৈতিক জীবনের সম্পর্ক অনেকটাই বিরোধ সম্পর্কিত। কোনো খুত পেলেই কেউ কাউকে ছাড়ে না। (CM Mamata Banerjee vs BJP President Dilip Ghosh)
হঠাৎ জ্বর আসে এবং এর পরেই তার রিপোর্টে আসে পজিটিভ । অক্টোবরের ১৬ তারিখ নাগাদ মেদিনীপুরের হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তারপর দ্রুত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। হাসপাতাল থেকে তিনি ছাড়া পান, তবে তাকে ১৪ দিনের জন্য ঘর বন্দী অবস্থায় থাকার পরামর্শ দেন চিকিৎসকরা । তিনি হাসপাতাল থেকে বেড়োনোর পর সকলকে বলেন,”আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি এবং বাড়ি গিয়ে কিছুদিন বিশ্রাম নিলেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাব।”
দিলীপ ঘোষ অসুস্থ থাকাকালীন মমতা ব্যানার্জি মেদিনীপুরের সংসদে ফোন করেছিলেন তাঁর অবস্থা জানার জন্য, এবং দিলীপ ঘোষকে সরাসরি ফোন করেন মমতা ব্যানার্জি।
মমতা ব্যানার্জি তাকে খুব সাবধানে থাকার কথা বলেন আরো বলেন যে, তিনি যেন বাড়ি থেকে না বেড়োন এবং খাওয়া-দাওয়ার প্রতি যেন তিনি নজর রাখেন। (Mamata didi tells Dilip Ghosh about the tips to stay healthy on the phone)
যতই রাজনৈতিক সম্পর্কের মধ্যে বিভেদ থাকুক না কেন এরকম একটি সময়ে মমতা ব্যানার্জি দিলীপ ঘোষের প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন তা সত্যি সৌজন্যের নজিরই বহন করে।
দিলীপ ঘোষ সকলকে উৎসব সম্পর্কে বলেন যে “অবস্থা এখনো স্বাভাবিক হয়নি নিজেকে সুস্থ রেখে পুজোর আনন্দ নিন।”
এর আগে তিনি পুজো বিষয়ে সকলকে বলেছিলেন যে “পুজো করবেন করুন কিন্তু উৎসবে মেতে উঠবেন না।”

এখন দিলীপ ঘোষ সম্পূর্ণ সুস্থ এবং তিনি তার নিজস্ব বাসভবনে আছেন।