খবরবিনোদনব্যবসাসর্বশেষ

করোনা পরিস্থিতিতে বন্ধ অনেক সিনেমা হল, ছবির ব্যবসায় বিরাট আর্থিক সংকটের পূর্বাভাস

করোনা পরিস্থিতির জন্য যখন লকডাউন শুরু হয় তখন দেশের সমস্ত সিনেমা হল থেকে শুরু করে সব শপিং মল বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আনলক প্রক্রিয়া চালু হওয়ার সাথে সাথে অনেক জায়গাতেই শপিংমল সিনেমা হল খুলে দেওয়ার প্রক্রিয়া চালু করা হয়। সিনেমা হল চালু করে দেওয়ার পরেও দর্শকের অভাবের জন্য কতদিন পর্যন্ত সিনেমাহলের ব্যবসা চলতে পারে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কিছু কিছু সিনেমা হল খুলে দেওয়ার পরেও দর্শকের অভাবে আবার বন্ধ করে দেওয়া হয়। (Many cinema hall closed due to corona so huge loss in business)

সারা রাজ্য জুড়ে প্রায় ১০০ টির কাছাকাছি সিনেমা হল আছে, কিন্তু পরবর্তীকালে সেগুলোর মধ্যে কটা খোলা থাকবে , এবং ভালোমতো চলবে সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

বিভিন্ন সিনেমা হল খুলে দেওয়ার পরেও সেখানে দর্শকের অভাবে সিনেমাহলের কর্তৃপক্ষদের মুখে প্রশ্ন শোনা যায় যে, “কতদিন পর্যন্ত এরকম ভাবে চলা সম্ভব”। হাবরায় রূপকথা সিনেমা হলটি খোলা হয়েছিল, কিন্তু সেখানে কোনো দর্শক না থাকায় সিনেমাহলের তরফ থেকে নিখিল রঞ্জন পাল জানান যে, এভাবে কতদিন পর্যন্ত চলতে পারে? মনে হয় যতক্ষণ না পর্যন্ত একটা বড়সড় বাজেটের হিন্দি ছবি রিলিজ হবে ততদিন এই রকম ভাবে থাকাটা সত্যিই চিন্তার।

এছাড়াও যেমন বালুরঘাটের কল্যাণী সিনেমা হল কর্তৃপক্ষ বলেন যে, “বাংলা ছবি দিয়ে কোন সিনেমা হলে টিকিয়ে রাখা যায় না, তাই আমরা সিনেমা হল এখনো পর্যন্ত বন্ধ রেখেছি”।

প্রত্যেকবার পুজোর সময় কোন সিনেমা রিলিজ হলে দর্শকগণ জায়গা পায়না সিনেমা হলে, কিন্তু এবারের ছবিটা পুরো উল্টো প্রত্যেকটা সিনেমা হলের সিট গুলি পড়ে আছে ফাঁকা, রয়েছে তাতে গোনা কয়েকজন দর্শক।

প্রায় খুলে যাওয়া চারটি সিনেমা হল কর্তৃপক্ষের থেকে পাওয়া যায় একই হতাশার খবর, তাদের কথায় তারা কখনোই বুঝতে পারিনি যে তাদের ব্যবসার ঠিক এরকম পরিস্থিতিতে হতে পারে।

many cinema hall closed due to corona so huge loss in business
করোনা পরিস্থিতিতে বন্ধ অনেক সিনেমা হল, ছবির ব্যবসায় বিরাট আর্থিক সংকটের পূর্বাভাস (Credit : Scroll and Youtube)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।