খবরবাংলাদেশসর্বশেষ

বছরের প্রথম কালবৈশাখীতে বাংলাদেশে মৃত্যু বহু মানুষের, লন্ডভন্ড ঘরবাড়ি

গতকাল অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হলো গ্রীষ্মকালের প্রথম কালবৈশাখী। পশ্চিমবঙ্গের উপর সেইভাবে কালবৈশাখী বয়ে না গেলেও বাংলাদেশের ওপর তার দাপট ভালই বোঝা গিয়েছিল। ইতিমধ্যেই গাইবান্ধা জেলায় তিনজন মহিলা সহ আরও ৮ জনের মৃত্যুর খবর শোনা গেছে কাল বৈশাখীতে। (365 Reporter Bangladesh News: many dead in Bangladesh due to years 1st cyclone, 2021)

ঝড়ো হাওয়া এবং সেইসঙ্গে বৃষ্টি আমাদের এই গরমে স্বস্তি দিলেও ফুলছড়ি পলাশবাড়ী এবং সুন্দরগঞ্জ উপজেলায় মোট 8 জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে সংবাদমাধ্যম থেকে।

গাইবান্ধা অঞ্চলে তীব্র ঝরে উড়ে গেছে সমস্ত ঘর বাড়ি। নষ্ট হয়েছে প্রচুর প্রচুর ফসল। কালবৈশাখীর দাপট রাজধানী ঢাকাতেও দেখা গিয়েছে একইভাবে। এক রিকশাচালক এবং তার ৫ বছরের একটি মেয়ে ঝড়ের ঝাপটা ইটের আঘাতে জখম হয়েছেন। তবে তারা মেডিকেল কলেজে চিকিৎসাধীন বলে জানা গেছে।

কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড হয়ে পড়ে একুশের বইমেলা স্টল। অন্যদিকে শীতলক্ষ্যা নদীতে দুর্ঘটনার মুখে পড়ে ফেরির 5 যাত্রী নিহত হন। ফেরিতে 50 জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। নিহত না হলেও এখনও বহু যাত্রী নিখোঁজ বলে সরকারি সূত্র থেকে জানানো হয়েছে।

পুলিশ আধিকারিক কবির হোসেন জানিয়েছেন যে, ঢাকা থেকে কুড়ি কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে এই ফেরিটি। সোমবার থেকে সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করে দেবার পর সেই পার্টিতে করে বাড়ি ফিরছিলেন বহু মানুষ। তখনই এই দুর্ঘটনার কবলে পড়েছেন যাত্রীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশ রবিবার দৈনিক আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭,০৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,৩৭,৩৬৪ জন। মৃত্যু হয়েছে আরো ৯,২৬৬ জনের।

many dead in bangladesh due to years 1st cyclone
বছরের প্রথম কালবৈশাখীতে বাংলাদেশে মৃত্যু বহু মানুষের, লন্ডভন্ড ঘরবাড়ি

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।