খবরভাইরালরাজ্যসর্বশেষ

হাতির দাপটে তছনছ হয়ে গেল বহু বাড়ি

দিনে দিনে জনসংখ্যা বেড়ে যাওয়া, বনজঙ্গল কেটে ফেলার কারণে কমে যাচ্ছে বন্য পশুদের থাকার জায়গা,যার ফলে মাঝে মাঝেই আমরা শুনতে পাই এই গ্রাম অথবা ওই গ্রাম সংলগ্ন এলাকায় বন্য পশুরা ঢুকে পড়েছে। (Many houses are destroyed by the elephant)

মালবাজার এলাকার মহাকুমার চা বাগান এলাকায় রয়েছে সেনাবাহিনীর ক্যাম্প। সেই ক্যাম্পের পিছনের দিকে রয়েছে বনজঙ্গল, জানা যায় সেইখানে আশ্রয় নেয় পঞ্চাশ থেকে ষাটটি দল বিশিষ্ট হাতির দল। জানা যায় সেই দলে কিছু বাচ্চা হাতিরও দেখা মেলে। (a herd of elephant reaches in an army camp in Malbazar)

তবে কি করে এত বড়ো একটা হাতির দল এরকম ভাবে বনাঞ্চল থেকে বেড়িয়ে লোকালয়ের দিকে পৌছালো?

জানা যায় এই বড়ো হাতির দলটি তারঘেরা বনাঞ্চল থেকে এইদিকে এসে পড়েছে। চানমাড়ি অঞ্চল পার হওয়ার পর ৩১ নং জাতীয় সড়ক দিয়ে এই দলটি লিস রিভার চা বাগানের আশেপাশের অঞ্চলে ঢুকে পড়ে। (Leesh River Tea State, Malbazar, Jalpaiguri)

এইরকম অবস্থায় ওই হাতির আক্রমণে ওই অঞ্চলের আশেপাশে ছয় নং সেকশনে দুটি বাড়ি ভেঙে যায়, তবে হাতির দ্বারা কোনো গ্রামের বাসিন্দারা আহত হননি বলে এখনো পর্যন্ত জানা গেছে।

হাতির দল এই অঞ্চলে ঢুকে যাওয়ার পর সাথে সাথে মালবাজার ওয়াইল্ড লাইফের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ঘটনাস্থলে বনকর্মীরা এসে পৌঁছায়।

বনকর্মীরা সেই হাতির দলটিকে বনে ফেরানোর চেষ্টা করলে দলটি সেখান থেকে ঘিস নদী সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে।

পরে সেই দলটি আস্তে আস্তে গিয়ে পৌঁছায় সেনাবাহিনীর ক্যাম্পের পিছনের দিকে থাকা একটি জঙ্গলে।

তবে এটা নিয়ে ওই অঞ্চলের সকলে খুব আতঙ্কিত হয়ে আছে। খবর পাওয়া যায় যে ওই বিরাট হাতির দলটি বাগরাকোট এবং চানমাড়ি সমেত কিছু এলাকাতে ঘুরে সেখানকার জমির ধান খেয়ে নিয়েছে।

তবে যতক্ষন না দলটিকে বনে ফেরানো না যাচ্ছে ততক্ষণ অবশ্যই এটি একটি চিন্তার বিষয়।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।