খবরদেশসর্বশেষ

আবার বড়োসড়ো ভূমিকম্প হল দিল্লিতে

গোটা বছর ধরে প্রায়ই ভূমিকম্পের সম্মুখীন হচ্ছে দিল্লি। প্রায় হয়ে থাকলেও মাত্রায় ভূমিকম্পের তীব্রতা বেশ কম, কিন্তু কম হলেও ভবিষ্যতে কত মারাত্মক বিপদ ডেকে আনতে চলেছে সেই বিষয়েই জানিয়েছেন বিশেষজ্ঞরা। ২৫ শে ডিসেম্বর একদিকে যেমন বড়দিনের উৎসব তেমনি বছর শেষ হয়ে নতুন বছরে একটু একটু করে এগিয়ে যাওয়ার দিন গুনতে গুনতেই ভূমিকম্পের সম্মুখীন হল রাজধানী দিল্লি। (Earthquake News: Massive earthquake hits the Capital Delhi India on 25 December, 2020 -The Christmas Day)

এই উৎসবের দিন এই ভোরবেলা দিকে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। বেশ আতঙ্কিত রয়েছে দিল্লিবাসীরা। ২০২০ সালের প্রথম দিকেই করোনা আবহাওয়ার জন্য জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে, এখন সবাই প্রার্থনা করছে এই অভিশপ্ত ২০২০ সালটা বিদায়ের।

যখন এই অভিশপ্ত বছরটি বিদায়ের জন্য সকলে আনন্দে মত্ত ঠিক সেইসময় রাজধানী দিল্লিতে আতঙ্কের সৃষ্টি হল। ভূমিকম্পে জেরে বেশ আতঙ্কিত রয়েছেন সেখানকার বাসিন্দারা। কম মাত্রায় কম্পন হয়ে থাকলেও অনেক জায়গাতেই অনেকে এই ভূমিকম্পটি বুঝতে পেরেছেন। ভোর পাঁচটার দিকে এই ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি।

শীতের সকাল, সুতরাং ভোর পাঁচটায় সকলেই ঘুমায়, কিন্তু তবুও কিছু কিছু জায়গায় এই ভূমিকম্প অনুভব করেছে অনেকেই। বারবার এরকম দিল্লি ভূমিকম্পের সম্মুখীন হওয়ার জন্য বেশ আতঙ্কিত রয়েছে দিল্লি বাসীরা। ২৫শে ডিসেম্বরের আগে ১৭ ই ডিসেম্বর আর একবার ভূমিকম্প হয়েছিল সেই সময়ে সেই ভূমিকম্পের তীব্রতা রিকটার স্কেলে ছিল ৪.২।

তবে এই ভূমিকম্পের জেরে কোনরকম ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। আপাতত ডিসেম্বরে প্রায় তিন বার ভূমিকম্পের সম্মুখীন হতে হলো দিল্লিবাসীকে। এইরকম ভাবে ভূমিকম্প হতে থাকলে যথেষ্ট পরিমাণে বিপদ আসতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বেশি ভূমিকম্প হয় এরকম কয়েকটি অঞ্চলের মধ্যে দিল্লি রয়েছে চতুর্থ স্থানে।

Massive earthquake hits the Capital Delhi India
আবার বড়োসড়ো ভূমিকম্প হল দিল্লিতে (প্রতীকী ফটো)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।