হাওড়া ব্রিজের ওপর কলকাতাগামী মিনিবাসে লেলিহান অগ্নি শিখা
Howrah : মূলত এই ঘটনাটি ঘটে ওই মিনি বাসটি যখন হাওড়া ডিপো ত্যাগ করে কলকাতার দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরু করার কিছুক্ষণ পর ওই বাসটি হাওড়া ব্রিজের 17 নম্বর পিলারের নিকটে পৌঁছে যায়। আর মুহূর্তেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে ওই বাসটিতে। আর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা বেলার দিকে। ধারণা করা হচ্ছে যে, ইঞ্জিনে শর্ট সার্কিট ঘটে গিয়েই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। (Massive fire in a bus from Harinavi Howrah Route moving towards Kolkata on Howrah bridge)
প্রকৃতপক্ষে বাসটি চালু হওয়ার কিছুক্ষণ পরেই বাসের যাত্রীরা হঠাৎ করে ধোঁয়া দেখতে পান। প্রত্যেকে নিজের প্রাণ বাঁচাতে বাস থেকে মুহূর্তের মধ্যে নিচে চলে আসেন। আর ওই ব্রিজের ওপর থেকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় হরিনাভি হাওড়া রুটের ওই বাসে। ট্রাফিক পুলিশ জানিয়েছে, যাত্রীরা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন।
আর এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর দমকল বাহিনীর কাছে দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পাঠিয়ে দেওয়া হয়। তড়িঘড়ি এই আগুন কন্ট্রোলে আনা হয়। তবে এই দুর্ঘটনার ফলে যানজট ভয়াবহ আকার ধারণ করে হাওড়া ব্রিজের উপর। পরিস্থিতি মোকাবেলার জন্য হাওড়া এবং কলকাতার পুলিশ ওই স্থানে জমায়েত হয়।
পুলিশের তরফ থেকে জানা গেল, আগুন যখন বাসে ধরে গিয়েছিল সেই মুহূর্তে বাসের ভেতর যাত্রী ছিল। তবে কেউ কোন প্রকার আহত হননি। কারণ যাত্রীরা অত্যন্ত সতর্ক ছিলেন এবং তড়িঘড়ি প্রত্যেককে নিরাপদে নিচে নামিয়ে দেওয়া হয়। পুলিশের তৎপরতায় ওই বাসটিকে হাওড়া ব্রিজ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
