ভাইরালসর্বশেষ

ছোট্ট শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়লেন রেলের পয়েন্ট ম্যান, ভাইরাল ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে

মাঝে মাঝে এমন কিছু ছবি অথবা ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয় যা দেখে আমরা ফোনে এপার থেকেই আঁতকে উঠি। মনে হয় সেখানে আমরা থাকলে কি করতাম। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে ভাইরাল হয়েছে যা দেখে নিঃসন্দেহে আপনি উত্তেজিত হয়ে পড়তে পারেন। (Viral Video: mMayur Shelke the pointsman saves child from an a danger and rail minister Piyush gives him awards)

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে, স্টেশনে প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলেন মা এবং ছেলে। হঠাৎ করেই মায়ের হাত ছেড়ে গায়ে ছোট্ট ছেলেটি। একেবারে রেললাইনের পাশে চলে যায় সে। তারপরই হঠাৎ করে রেল লাইনে পা পিছলে পড়ে যায় ছোট্ট ছেলেটি। ততক্ষণে সেখানে ঢুকে পরে একটি লোকাল ট্রেন।

ছেলেকে বাঁচানো এবং একই সঙ্গে এত তাড়াতাড়ি ট্রেন কে আছে দেখে দিশেহারা হয়ে যায় মা। উল্টো দিক দিয়ে প্রবল বেগে ছুটে আসে ট্রেনটি। ঠিক সেই সময় সেখানে উপস্থিত ছিলেন সেন্ট্রাল রেলওয়ে ডিভিশন এর পয়েন্ট ম্যান মিস্টার ময়ূর শেলখের।

ময়ূর বাবু দূর থেকে দেখতে পান যে বাচ্চাটি পড়ে গেছে। তার মা প্রাণপণ চেষ্টা করছে বাচ্চাটিকে বাঁচানোর। হাতে মাত্র আর কয়েক সেকেন্ড। তাই এক মুহূর্ত দেরি না করে রেল লাইন দিয়ে ছুটে এসে সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে বাঁচিয়ে সোজা স্টেশনে তুলে দিতে সক্ষম হলেন ময়ূর বাবু। ততক্ষণে স্টেশনমাস্টার ছুটে এসেছেন সেখানে।

আর এক সেকেন্ড এদিক ওদিক হয়ে গেলে হয়তো চলে যেতে পারত বাচ্চাটির প্রাণ। এমনকি ছোট্ট শিশুটিকে বাঁচাতে গিয়ে ময়ূর বাবু মারা যেতে পারতেন সেদিন। সৌভাগ্যের বিষয় সেদিন সবকিছু ঠিকঠাক হয়েছে। ছেলেটিকে বাঁচিয়ে নিজেও প্রাণে বেঁচে গেছেন ময়ূর বাবু।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সকলেই ময়ূর সাহসিকতার প্রশংসা করেছেন। তিনি না থাকলে সেদিন একজন মায়ের কোল খালি হয়ে যেত। হাজার হাজার মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং শেয়ার করেছেন। জনসাধারণের পাশাপাশি রেল দপ্তরে প্রশংসা করেছেন ময়ূর বাবুর সাহসিকতার।

mayur shelke the pointsman saves child from an a danger and rail minister piyush gives him awards
ছোট্ট শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়লেন রেলের পয়েন্ট ম্যান, ভাইরাল ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে