খবরটেকনোলজিব্যবসাসর্বশেষ

Xiaomi Launces QLED TV in India : ভারতেই শাওমি লঞ্চ করল QLED টিভি

শাওমি এই প্রথম ভারতে লঞ্চ করল QLED টিভি। মনে করা হচ্ছে যে এই স্মার্ট টিভি অন্যান্য কোম্পানির টিভির সঙ্গে টক্কর দেবে। ওয়ানপ্লাস কিউলেড QLED টিভি, টিসিএল সি৭১৫, বেশ জনপ্রিয় QLEd টিভি। (365 Reporter Bangla Technology News : Mi Xiaomi launces QLED Tv in Indian market)

এই জনপ্রিয় স্মার্ট টিভি গুলোর সঙ্গে জোরদার টক্কর দিতে চলেছে শাওমির স্মার্ট টিভি। এই স্মার্ট টিভিতে আপাতত একটি সাইজেই পাওয়া যাবে। শাওমি তাদের নতুন লঞ্চ করা স্মার্ট টিভির দাম বরাদ্দ করেছে ৫৪,৯৯৯ টাকা। অন্যান্য যে সমস্ত QLED টিভি গুলি রয়েছে, সেগুলির দামও এটার মতোই।

শাওমির এই স্মার্ট টিভিটি ফ্লিপকার্ট, শাওমি.কম, এবং শাওমি হোম স্টোর থেকে পাওয়া যাবে ২১ শে ডিসেম্বরে বারোটার পর থেকে। এ স্মার্ট টিভিটিতে যে সমস্ত ফিচারস এবং স্পেসিফিকেশনস পাওয়া যাবে সেগুলি হল, এই স্মার্ট টিভিতে থাকছে ৪কে রেজোলিউশন।

এই ডিভিডি সাপোর্ট করবে ডল বাই ভিশন। তার সাথে এইচডিআর প্লাস এবং এইচএলজি এগুলো সাপোর্ট করবে। ৪কে রেজোলিউশন এ থাকছে এইচডিএমআই ২.১। এই টিভিতে ব্লুটুথ ৫.০ সাপোর্টেড।

এই স্মার্ট টিভিতে যে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে সেখানে শাওমির নিজের প্যাচওয়াল ৩.৫ ইন্টারফেস রয়েছে। এছাড়া এ স্মার্ট টিভিতে রয়েছে ২জিবি র‍্যাম, এবং ৩২ জিবি স্টোরেজ। তবে শাওমির আরো যে সমস্ত স্মার্ট টিভি গুলি রয়েছে তার থেকে যথেষ্ট দাম বেশি এই টিভিটির।

Mi Xiaomi launces QLED Tv in Indian market
Xiaomi Launces QLED TV in India : ভারতেই শাওমি লঞ্চ করল QLED টিভি (Credit : Mi official website)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।