খবরবিদেশসর্বশেষ

জানেন এই দেশে আলুর অভাবে লাখ লাখ লোক মরে গিয়েছিল ?

আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় আলুর গুরুত্ব অপরিসীম। আলু ছাড়া আপনি কোন তরকারি রান্না করতে পারবেন না বললেই চলে। অনেকের পছন্দের খাদ্য শস্য হল আলো। আমাদের রাজ্য পশ্চিমবাংলাতে সারা বছর ধরে প্রচুর আলু উৎপাদিত হয়। আর এই রাজ্য থেকে ভারতের অন্যান্য জায়গাতে রপ্তানি করা হয়। তবে আজকে আমরা এই আলুর অভাবের একটি গল্প জানতে চলেছি। এই পোস্টটি শেষপর্যন্ত পড়ুন। আপনার চোখের জল আসতে বাধ্য।

আয়ারল্যান্ডে ঘটে যাওয়া দুর্ভিক্ষ
১৮৪৫ সাল নাগাদ আয়ারল্যান্ডে রানী ভিক্টোরিয়া শাসন করতেন। হঠাৎ করে আলু চাষের সময় P. Infestans নামে একটা রোগ আলুর ফলন একদম ধ্বংস করে দেয়। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে ওই দেশের মানুষ কোনওভাবেই বের হতে পারছিলেন না। সুদীর্ঘ ৭ বছর যাবত এই খারাপ পরিস্থিতি ছিল।

আয়ারল্যান্ডের লোকজনকে খাদ্যশস্যের অভাবে না খেয়ে থাকতে হতো। আয়ারল্যান্ডের লোকজন এরকম দুর্বিষহ এক দুর্ভিক্ষের মধ্যে ছিল ১৮৫২ সাল পর্যন্ত। আর এই সময়ের মধ্যে ১০ মিলিয়ন আয়ারল্যান্ডবাসী খাবার না খেয়ে এবং ওই খারাপ আলু খেয়ে মারা যান (Millions of people in Ireland become dead due to potato famine)। স্বাভাবিকভাবেই এটি একটি দুর্বিষহ কাহিনী।

এরকম খারাপ পরিস্থিতি ক্রমাগত চলতে থাকায় আয়ারল্যান্ডের নেতাগণ রানী ভিক্টোরিয়ার কাছে আবেদন করেন। তারা বলেন যে, কর্ণ আইন বাতিল করা হোক। রানী ভিক্টোরিয়া তাদের কথাতে সাড়া দেন। কর্ণ আইন প্রত্যাহার করে নেওয়া হয়। এর ফলে খাবারের দাম কমে যায়। তা সত্ত্বেও খাবারের কষ্ট লাঘব হয়নি।

জীবনযাত্রায় খারাপ প্রভাব
যে সময়ের কথা বলা হচ্ছে, তখন সে আয়ারল্যান্ড ছিল মূলত একটি কৃষি প্রধান দেশ। তখনকার লোকজন শুধুমাত্র আলু ফলানোর কৌশল জানতেন। তারা অন্য কিছু চাষ করতে পারতেন না। অপরদিকে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ ছিল না। ফলে তারা অন্যান্য খাবার দাবার কিনতে পারতেন না। ফলে এই কঠিন পরিস্থিতিতে প্রায় ৭০ ভাগ মানুষ খারাপ আলু খেয়ে জীবন ধারণ করেন। ফলে মোট জনসংখ্যার ২৫ শতাংশ কমে যায়।

পূর্বের আমেরিকানদের সহায়তা
আয়ারল্যান্ডের এই ভয়াবহ সময়ে, আদি আমেরিকান লোকেরা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ১৮৪৭ সালে আয়ারল্যান্ডের জনগণের দুর্ভিক্ষের কথা মাথায় রেখে ১৭০ ডলার অর্থ তারা পাঠিয়ে দেয়। আইল্যান্ডের জনগণ আমেরিকানদের এই সহায়তার কথা আজও মনে রেখেছে। তাই এই করোনা পরিস্থিতিতে তারা আমেরিকানদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।