খবরবিনোদনভাইরালসর্বশেষ

Don’t Rush Challenge : লাল শাড়ি ও স্লিভলেস ব্লাউজে নেচে ভাইরাল মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মাদালসা

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা-অভিনেত্রীদের ভিডিও দেখা যায়, প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়ায় একটিভও থাকেন, যার ফলে তাদের ফ্যান ফলোয়ার্স এর সংখ্যাও কম নয়। আসলে এই সমস্ত কিছু অভিনেতা-অভিনেত্রীরা তাদের ভক্তদের মনোরঞ্জনের জন্য প্রায়ই এইসব করে থাকেন।

সম্প্রতি মাদলসা শর্মা চক্রবর্তী তার ইনস্টাগ্রম ইনস্টাগ্রাম প্রোফাইল এ একটি ভিডিও শেয়ার করেছেন, যা খুবই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে। এর আগে বিভিন্ন ভিডিও মাদলসার আমরা ফেসবুকে পেয়েছি, যা সমান জনপ্রিয় হয়ে উঠেছে। তবে মাদলসা কে এই প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে। তার জন্য বলে রাখা দরকার মাদলসা হল মিঠুন চক্রবর্তীর বৌমা অর্থাৎ মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী মাদলসা।

এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, লাল শিফন-এর পাতলা শাড়িতে সেজেছে, সিরিয়ালের সেটি তার সহকর্মীদের সঙ্গে একটি নাচের ভিডিও শেয়ার করেছেন। সম্প্রতি নতুন ট্রেন্ড চলছে যেটি ডোন্ট রাশ চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ এই তিনি কোমর দুলিয়েছেন। লাল সিফনের শাড়ি পড়ে মাদলসাকে লাগছে ও দারুণ। তাই ভিডিওটি সোশ্যাল মিডিয়া আসামাত্রই প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং 30 হাজার ছাপিয়ে গেছে ভিউয়ার্স সংখ্যা।

https://www.instagram.com/p/CMyrN0ep4s2/

তবে মাদলসা নিজস্ব একটি পরিচয়ও আছে। তিনি খুব ভালো অভিনেত্রী, সম্প্রতি তিনি এখন লাইম লাইটে আছেন, বিভিন্ন সময়ে তার ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে উত্তেজনা ছড়াচ্ছে। তিনি দক্ষ অভিনেত্রীও। মাদলসা ইনস্টাগ্রাম প্রোফাইলে ফ্যান ফলোয়ার্স সংখ্যাটা প্রায় 5 লক্ষ। তাই তার ভক্তদের উদ্দেশ্যে তিনি প্রায়ই নিজস্ব ভিডিও বিভিন্ন ছবি শেয়ার করে থাকেন।

তাতে দর্শকরা যথেষ্ট উৎসাহিত হয়ে পড়েন। সম্প্রতি স্টার প্লাসের একটি জনপ্রিয় সিরিয়াল অনুপমাতে তিনি অভিনয় করছেন। সিরিয়ালটি অত্যন্ত জনপ্রিয়ও হয়েছে। সেই সিরিয়ালে তার চরিত্র হলো কাব্য। কাব্যের চরিত্র অভিনয় করেছেন। তিনি কথা বলা যেতে পারে, মিঠুন চক্রবর্তী যে ধরনের লাইমলাইটে ছিলেন যে, জনপ্রিয়তা তিনি এই অভিনয় জগৎ থেকে পেয়েছেন ঠিক তেমনি ফ্রেমে রয়েছেন তার বৌমা।

mithun chakraborty daughter in law dances on dont rush song and it goes trending
Don’t Rush Challenge : লাল শাড়ি ও স্লিভলেস ব্লাউজে নেচে ভাইরাল মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মাদালসা