খবরবিনোদনভাইরালসর্বশেষ

শঙ্খ স্যারের বিয়েতে গান গেয়ে পাবলিকের হাসির পাত্র হল মোহর

শিক্ষক এবং ছাত্রীর প্রেম আমাদের সমাজে নতুন কিছু নয়। আমরা অনেক এমন মহিলাকে দেখেছি যারা তার গৃহশিক্ষককে পরবর্তী জীবনে বিয়ে করেছে। কম বয়সী শিক্ষক এবং কম বয়সী ছাত্রীদের মধ্যে প্রেম ভালোবাসা সম্পর্ক প্রায়শই হতে থাকে। এ রকমই একজন শিক্ষক এবং ছাত্রীর প্রেমের দৃশ্য দেখিয়েছে স্টার জলসার ধারাবাহিক মোহর। ইতিমধ্যেই প্রেম-ভালোবাসার পর্ব পেরিয়ে তারা মন্দিরে বিয়ে করে ফেলেছেন। (Bengali Serial from Star Jalsha News : Mohor aka Sonamoni Saha sings in Sankho sir aka Pratik Sen’s marriage and public trolls)

তবে সংসারের জেঠুমণির কথা মান্য করে নিজের প্রেম বলিদান দেবার সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছিল মোহর। কিন্তু এত সহজে সিরিয়াল শেষ হয়ে যায় না। তাই শেষ মুহূর্তে সিরিয়াল ঘুরে গেল অন্যদিকে। নিজেই নিজের বিয়ের আসরে কিছু না জেনে উপস্থিত হয়ে পড়ল মোহর। সে জানে যে শঙ্খ স্যারের সঙ্গে শ্রেষ্ঠা ম্যাডামের বিয়ে হচ্ছে। তবে মুহূর্তেই সহজে বিস্তার দিতে রাজি হয় কাহিনীর হিরো।

এই হ-য-ব-র-ল বিয়ের অনুষ্ঠানে গান ধরল, পথে এবার নামো সাথী। বলাই বাহুল্য, তার ভালোবাসার মানুষের নাকি সবথেকে পছন্দের গান এই গান। তাই মোহর এই গান কে বেছে নিল বিয়ের অনুষ্ঠানে গান করতে। ঢাক-ঢোল নিয়ে যখন সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সেই সময় গণআন্দোলনের গান গাইতে শুরু করায় বেশ চমকে গেছে দর্শক। যদিও দর্শককে প্রতিনিয়ত চমকানোর কাজই হলো স্টার জলসা অথবা জি বাংলার। না হলে ঘনঘন বাজ পরতে দেখা যাবে না এই সিরিয়ালগুলো তে।

সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও পোস্ট আবার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। সকলে ভিডিওটি নিয়ে বেশ মজা করেছেন। অনেকে আবার মজা করে বলেছেন, প্রথমে ভেবেছিলাম কোন রাজনৈতিক দলের মিছিল। তারপর দেখলাম যে না, এটি একটি বিয়ের অনুষ্ঠান। আবার অন্য একজন নেটিজেন মজা করে বলেছেন, বিবাহ এক ধরনের আন্দোলন। আন্দোলনে নামার আগে গান গাইতেই হবে।

গত মঙ্গলবার রাতে এই এপিসোড সম্প্রচার করা হয়েছে স্টার জলসা তে। তারপরে সোশ্যাল মিডিয়া জুড়ে এই এপিসোড জুড়ে হইচই পড়ে যায়। বুধবার মোহরকে সত্যি কথা বলে দেয় শঙ্খ। অর্থাৎ মোহর জানতে পারে যে, তার ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবে সে। একটি হ্যাপি এন্ডিং এর দিকে তাকিয়ে রয়েছে তারা।

মোহর এবং শঙ্খের ভালোবাসা যতই উপহাসের পাত্র হোক না কেন, মানুষের ভালোবাসা অটুট রয়েছে তাদের জন্য। আর ভালোবাসা অথবা ট্রোলিং যতই বাড়বে, ততই টিআরপির তালিকায় আরো এগিয়ে যাবে মোহর এবং শঙ্খ।

Mohor sings in Sankho sir marriage and public trolls
শঙ্খ স্যারের বিয়েতে গান গেয়ে পাবলিকের হাসির পাত্র হল মোহর (Credit : Star Jalsha)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।